হত্যা-
যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্বের জেরে আলম মণ্ডল (৩৫) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে। -প্রথম আলো
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। -প্রথম আলো
লাশ উদ্ধার-
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা গ্রামের ঝোপ থেকে উদ্ধার হওয়া লাশটি নিজের মায়ের বলে দাবি করেছেন খুলনার দৌলতপুরের মরিয়ম মান্নান। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তিনি ফুলপুর থানায় যান। সেখানে লাশের পরিহিত কাপড় দেখেন। এরপর মরিয়ম দাবি করেন, লাশটি তাঁর মায়ের। পরে মরিয়ম মান্নান ফুলপুর থানায় ডিএনএ পরীক্ষার আবেদন করেন। -প্রথম আলো
কুষ্টিয়া সদর উপজেলায় ধানখেত থেকে গলায় ফাঁস ও হাত বাঁধা অবস্থায় মফিজ উদ্দিন (৫৭) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিত্তিপাড়া এলাকার গজনবীপুর গ্রামের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার হয়। -প্রথম আলো
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ তিন ব্যক্তির মধ্যে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা শুক্রবার সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের শেরমস্তপুর গ্রামের তুলাই মিয়া (৫০) ও শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের বেলাল আহমদের (৩২) লাশ উদ্ধার করেন। -প্রথম আলো
যৌন নিপীড়নের শিকার-
ঝালকাঠির নলছিটিতে একটি প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বিদ্যালয়টির দপ্তরি কাম নৈশপ্রহরীর বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় দুই ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দপ্তরি খোকন সিকদারকে (৩৫) আটক করেন। পরে প্রধান শিক্ষক এসে তাঁকে ছাড়িয়ে নেন। -প্রথম আলো
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৯ বছর বয়সী মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মাহমুদুল হাসান রিয়াদ (২০) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে ওই মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভোরে মাদ্রাসার কক্ষে এ ঘটনা ঘটে। -প্রথম আলো
নির্যাতনের শিকার-
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পালের বিরুদ্ধে এলজিইডির চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে পেটানোর পর ওই কর্মচারীকে গলা ধাক্কা দিয়ে উপজেলা পরিষদ থেকে বের করে দেন বলে জানা গেছে। এ সময় উপজেলা প্রকৌশলী মাহবুবুল হকও সেখানে উপস্থিত ছিলেন বলে ভুক্তভোগী জানিয়েছেন। -প্রথম আলো