“প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে; জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে।” প্রবাহিত খবরের স্রোত থেকে আমরা জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি বিষয়ভিত্তিক সংবাদ আগলে রাখার প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এই সংগ্রহই আমাদের স্বপ্নের সংবাদ জাদুঘরের প্রধান আকর্ষণ হয়ে উঠবে। কোন সরকারের আমলে দেশের পরিস্থিতি কেমন তা প্রতিবছর, মাস, সপ্তাহ এমনকি প্রতিদিনের সংবাদচিত্রে দেখতে পারবে। এমনকি কোন জেলা কোন জেলা পরিষদের চেয়ারম্যানের আমলে কেমন চলতো তাও আমাদের সাজানো সংবাদচিত্রে দেখতে পারবে।
সংবাদ জাদুঘরের গ্যালারিতে ৬৪ জেলার আঞ্চলিক সংবাদপত্র সাজিয়ে রাখা হবে। আর সে কারণে আমরা ৬৪টি কক্ষ বিশিষ্ট ভবনে কাজ শুরু ইচ্ছা ছিল। এখন আর কালবিলম্ব না করে মূলধারার সাংবাদিকদের সহযোগিতায় শিগগিরই আমরা রাজধানীতে সংবাদ জাদুঘর উন্মোচন করতে যাচ্ছি। দেশ-বিদেশে আমাদের সাংবাদিকদের মর্যাদা ভূলুন্ঠিত। প্রায় সাংবাদিকরা পুলিশের হাতেই নয়; এলাকার মাস্তান এমনকি কিশোর গ্যাংদের হাতেও মার খাচ্ছে। অথচ সাংবাদিকদের কলমের খোঁচায় বিবেক জাগ্রত হয়। ভিন্নখাতে প্রবাহিত হওয়ার উপক্রম মামলাগুলো ফের সঠিক বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে দেয় একজন ক্ষুধার্ত সাংবাদিকের ৫টাকার কলমের খোঁচায়।
৬৩২ খ্রিষ্টাব্দের ৮ জুন বিশ্বের শেষ আসমানী বার্তা বাহককে হারিয়ে পথভ্রমে ঘুর্ণিপাক খাচ্ছি আমরা বিশ্ববাসি। পথ হারাবার ভয়ে আতঙ্কিত জাতির একমাত্র ভরসা জাতির বিবেক খ্যাত সাংবাদিকরা। কিন্তু স্বাধীনতার ৫০ পেরিয়ে গেলেও সংবাদ সংগ্রহের জন্য কলম আর ক্যামেরা নিয়ে দরজার বাইরে ভিক্ষুকের মতো দাড়িয়ে থাকতে হয় সাংবাদিকদের। জাতীয় সংসদের এককোণে সাংবাদিকদের সংরক্ষিত জায়গা থাকলেও সেখানে প্রবেশে নিতে হয় দ্বিতীয় পরিচয়পত্র। সংসদ নির্বাচনতো দূরের কথা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও উপজেলা নির্বাচন কমিশনের অফিসারের ধরনা ধরতে হয় সাংবাদিকদের। সাংবাদিকদের কলম ধরতেই নয়; বরং ক্যামেরা ধরতেও পারমিশন লাগে। রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ বলে কথায় থাকলেও গণমাধ্যম আর সাংবাদিকতা যেন অনার্থক টকশোতে পরিণত হয়েছে।
বর্তমান সরকারের আমলে পদ্মাসেতু ও মেট্রোরেলের মতো বড় বড় প্রকল্প বাস্তবায়নে দেশের চেহারা পাল্টে গেলেও সংবাদচিত্রে উঠে আসা জামিনযোগ্য অপরাধ ও জামিন অযোগ্য অপরাধসহ অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি ছাড়া কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়না। এমন পরিস্থিতি থেকে জাতিকে সঠিক পথে ফেরাতে সরকারের সহযোগিতায় সাংবাদিকদের সম্পৃক্ত করতে সংবাদ জাদুঘর অনন্য ভূমিকা পালন করতে পারবে বলে দৃঢ়তা ব্যক্ত করেন সংবাদ জাদুঘরের পরিকল্পক মাসুম বিল্লাহ। তার একটাই দাবি- জাতির জনকের যোগ্য কন্যা শেখ হাসিনার হাতেই হোক জাতীয় সংবাদ জাদুঘরের শুভ উন্মোচন। দেখুক জাতি কোন আমলে দেশের পরিস্থিতি কেমন ছিলো? কেমন চলছে? এবং কেমন চলতে পারে?