মুসলিম নিকাহ রেজিষ্ট্রার কাজীর মাধ্যমে পূণ্যের পারিবারিক জীবন গঠনের সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ও সংগ্রহ বার্তা পরিবারের পক্ষ থেকে বর কনেসহ উভয় পক্ষের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য, পিতৃপরিচয়হীন সন্তানের অসহায়ত্বের কষ্টানুভবের চেয়ে অনেক বেশি কষ্টদায়ক শাস্তি জাহান্নামে ভোগ করতে হবে অবৈধ সন্তানের পিতামাতাকে। পৃথিবীর নানা ধরনের পাপাচার থেকে মুক্ত থাকার তৌফিকদানকারি মহান আল্লাহর প্রতি লাখ শুকরিয়া যে, তিনি তার অশেষ কৃপায় আপনাদেরকে বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছেন।
জীবন সঙ্গী প্রাপ্তির পবিত্র এই শুভক্ষণে স্মরণ করিয়ে দিতে চাই যে, স্বামী স্ত্রীর সুসম্পর্কে সুখময় জান্নাতের পথ সুগম হয়। আরো মনে করিয়ে দিতে চাই যে, রাষ্ট্রের একক পরিবার। আর পারিবারিক সুসম্পর্কে যেমন রাষ্ট্রে সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়; ঠিক তার বিপরীতে পারিবারিক বিচ্ছিন্নতায় নানাবিধ অপরাধ ও রাষ্ট্রে বিশৃঙ্খলার সূত্রপাত ঘটে।
স্বাধীন সোনার বাংলার সুখী পরিবারের তালিকায় আপনাদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হোক এই প্রত্যাশায় জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি।
কেন এনএনসিকে তথ্য দিবেন?
১. আপনাদের শুভ বিবাহের স্মৃতি চিরস্মরণীয় করে রাখার জন্য
২. নিকাহ রেজিষ্ট্রি খাতার পৃষ্ঠা নাম্বার সংরক্ষণের জন্য
৩. প্রয়োজন মূহুর্তে তথ্য সংগ্রহে সুবিধা পাওয়ার জন্য
৪. এলাকাভিত্তিক বিবাহ ও বিচ্ছেদের সঠিক পরিসংখ্যান জানার জন্য
৫. অনাকাঙ্খিত পরিস্থিতি থেকে পরিত্রাণের পরামর্শ পাওয়ার জন্য
৬. নানাবিধ হয়রানী থেকে কাজী সাহেবকে বাঁচার জন্য
৭. বাল্য বিবাহ প্রতিরোধে সহযোগিতা প্রদান ও অনলাইনে তথ্যসেবা গ্রহণের জন্য জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসিকে তথ্য দিন; জাতীয় সংবাদ জাদুঘর প্রতিষ্ঠায় অংশ নিন। মাত্র ২:৩০ মিনিটে স্বপ্নের সংবাদ জাদুঘর সম্পর্কে জেনে নিতে পারেন এখানে ক্লিক করে।