জাতীয় ক্রমোন্নতি অব্যহত রাখা শুধু সরকারের নয়; বরং দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। জনগণের সক্রিয় অংশগ্রহণ সরকারের উন্নয়ন কর্মসূচির সাফল্য সুনিশ্চিত করে। সরকার ও জনগণের তথ্যের তফাৎ মিটিয়ে দেশের উন্নয়নের অগ্রগতি অব্যহত রাখার লক্ষ্যে ২০০৯ সালে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি (National News Collection Foundation: Govt. Reg. No. S-9768/09) প্রতিষ্ঠিত হয়। সংগ্রহকৃত তথ্য প্রকাশের জন্য ২০১০ সালে সংগ্রহ বার্তা (ডিক্লারেশনপ্রাপ্ত) সরকার অনুমোদিত হয়।
জাতীয় উন্নয়নে সরকারের বড় চ্যালেঞ্জ পদ্মা সেতু থেকে শুরু করে বৃহত্তম প্রকল্পগুলো বাস্তবায়নে আমরা অভূতপূর্ব সফলতা অর্জনে সক্ষম হয়েছি। মেট্রোরেলসহ আরো অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এখন উন্নত দেশের মতো চোখ জুড়ানো দেশে রূপান্তরিত হচ্ছে। দারিদ্রসীমা অতিক্রম করে মধ্যম আয়ের দেশে এখন নাগরিকদের জীবনমান উন্নয়ন অতীব জরুরি।
প্রতিদিন অসংখ্য অস্বাভাবিক মৃত্যুর খবর আসছে দৈনিক সংবাদপত্রে। সড়ক যেন এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। প্রতিদিন দেশের সড়কে প্রাণহানী নিত্য নৈমিত্তিক ব্যপার হয়ে দাড়িয়েছে। তারওপরে হত্যা, আত্মহত্যা, অজ্ঞাত কারণে মৃত্যু, ট্রেনে কাটা পড়ে মৃত্যু, বজ্রপাতে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ও পানিতে ডুবে মৃত্যুর সংবাদে জাতীয় উন্নয়নের খবরের আনন্দ বিষাদে পরিণত হয়।
জন্ম, মৃত্যু, বিবাহ ও বিচ্ছেদ; জীবনের এই ৪টি অধ্যায়ের অবহেলায় নাগরিকের জীবন মানোন্নয়নে আজও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছা সম্ভব হয়নি। ফলে
জন্ম- পলিথিন মোড়ানো নব জাতক উদ্ধার হচ্ছে ডাস্টবীন থেকে।
মৃত্যু- পথেঘাটে তাজা রক্ত আর অর্ধগলিত লাশ উদ্ধার হচ্ছে নদী নালা আর ঝোপ জঙ্গল থেকে। আর
বিবাহ- বিয়েপূর্ব নানাবিধ নোংরা কাহিনী দৈনিক পত্রিকায় আসছে খবর হয়ে। ৭ থেকে ৭০ বছর বয়সী কেউ রেহাই পাচ্ছেনা ধর্ষণের হাত থেকে। সমকামিতা আর লিভ টুগেদারে ছয়লাব শহরে তেমন আর কাজীর ধারধারতে হচ্ছেনা। অথচ প্রায়ই কাজী সাহেবদের পড়তে হয় বাল্যবিবাহ সংক্রান্ত হয়রানীতে।
বিচ্ছেদ- দেশের সংবাদপত্রে ভেসে ওঠে বিবাহ পরবর্তি নির্মম নিষ্ঠুরতা প্রতিচ্ছবি। হাত থেকে মেহিদীর রঙ না মুছতেই কারো হত্যায় কেউ আত্মহত্যায় জীবন বিপন্নের খবর আসে। তাছাড়াও পরোকিয়া, আপন সন্তান হত্যাসহ নানা পাপাচারের প্রতিচ্ছবিও সংবাদপত্রে ভেসে ওঠে।
প্রতিটি খবর জাতির জন্য সতর্ক সংকেত পরবর্তি পদক্ষেপের জন্য। কিন্তু একই ধরনের সংবাদ পড়তে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছি যে, এখন আর কোনো লোমহর্ষক খবরে গা শিউরে ওঠেনা। আফসোস বাড়েনা। সতর্কতা অবলম্বনে হুশ ফেরেনা। এমন অবচেতন বিবেককে ফের জাগিয়ে তুলতে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি সংবাদ জাদুঘর প্রতিষ্ঠা কার্যক্রম পরিচালনা করে আসছে। যেখানে বিষয়ভিত্তিক ও এলাকাভিত্তিক সংবাদচিত্র প্রদর্শনের প্রস্তুতি চলছে। প্রতিদিন নাগরিকের জীবন মানোন্নয়নে প্রতিবন্ধকতার সংবাদ সংগ্রহ করে এক নজরে সংবাদচিত্রে বাংলাদেশ তুলে ধরতে sangrahabarta.com নিয়মিত প্রকাশিত হচ্ছে।
চলমান জন্ম ও মৃত্যুর খবরের পাশাপাশি আপনাদের কাছ থেকে নিয়মিত বিবাহ ও বিচ্ছেদের সংবাদ পেলে আমরা জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি প্রতিদিন এদেশে কতটি শিশু জন্মে, কতজন মৃত্যুবরণ করে, কতজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর কতজন তালাকপ্রাপ্ত হয়; তা এক নজরে দেখে অনাকাঙ্খিত পরিস্থিতি থেকে জাতির মুক্তির পথ খুঁজে পাওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এনএনসি প্রধান ও সংগ্রহ বার্তা সম্পাদক।