মানবতাহীন মানব; দানব বা পশুর সমতুল্য। মানবতা মানব বা মানুষের একটি মহৎগুণ। যার চরিত্রে এই গুণটি বিরাজমান তার কর্মকান্ড মানবিক হয়। মানবিক শব্দের বিপরীত অমানবিক, নির্মম, নিষ্ঠুর ও পাশবিক। নাগরিকদের মানবিক গুণাবলি অর্জনে সহায়ক নগর বা রাষ্ট্র বেহেশততুল্য শান্তির আবাসে পরিণত হয়। অন্যদিকে নৃশংসতা, হিংস্রতা, নিষ্ঠুরতা, আর পাশবিকতায় মানুষতো দূরের কথা বন্যপ্রাণীরও আর বাঁচার উপায় থাকেনা। পৃথিবী হারায় তার আবাসযোগ্যতা।
আজ বিশ্ব মানবতা দিবসকে কেন্দ্র করে কিছু লেখার প্রয়াসে বসেছি। একদিন লেখককে খুঁজে না পেলেও এলেখা পাওয়া যেতে পারে। কবিগুরুর আজি হতে শতবর্ষ পরের কাব্যচিন্তার মতো কিছুটা আগাম পরিকল্পনা নিয়ে ৫০এর বাংলাদেশকে একটা মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে দীর্ঘ প্রায় ২ যুগ ধরে কাজ করে যাচ্ছি।
মানবিক রাষ্ট্র গঠনের অন্তরায় যেসব ঘটনা নিউজ পোর্টালে প্রকাশিত হয়; সেসব সংবাদের লিঙ্ক এক নজরে দেখতে সংগ্রহ বার্তা.কম-এর যাত্রা শুরু হয়। ইতঃপূর্বে ২০০৯ সালে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি প্রতিষ্ঠা করা হয়। অনাকাঙ্খিত খবর সংগ্রহের কাজে নানা বিপত্তিকে উপেক্ষা করে দৈনিক সংবাদপত্র সংগ্রহ চলছিল রাজধানীর মোহাম্মদপুর বিজলী মহল্লায়। নিজস্ব ভবনের অভাবে একাধিকবার হারাতে হয়েছে বিশাল মূল্যবান তথ্য ভান্ডার।
অদ্যাবধি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে অনাকাঙ্খিত অমানবিক সংবাদের লিঙ্ক সংগ্রহ বার্তায় সংযুক্ত করে রাখা হচ্ছে। এযাবৎকালের সবচেয়ে জঘন্যতম বর্বরোচিত অমানবিক সংবাদটি গত ১৬ আগষ্ট ২০২২ তারিখে সংগ্রহ বার্তায় সংযুক্ত হয়। জাতির জনকের যোগ্যকন্যা মানবতার মা শেখ হাসিনার শাসনামলে যা কেউ কল্পনাও করতে পারেনা।
মা তার পুত্রের পিস্তলের গুলিতে প্রাণ হারানোর লোমহর্ষক ঘটনায় প্রতিটি মানবতাকর্মীর বুক কেঁপে উঠেছে। মর্মবেদনায় মানবতাবাদীদের ঘুম হারাম হলেও বিত্তশালী ও ক্ষমতাবানদের এসব খবরে কিছু যায় আসেনা। প্রতিদিনের সংবাদচিত্রে লাশের সারিতে সংযুক্ত হয় সড়ক দুর্ঘটনা থেকে, পানিতে ডুবে, ট্রেনে কাটা পড়ে, বজ্রপাতে, বিদ্যুৎস্পৃষ্টে, আত্মহত্যা ও অন্যের হাতে প্রাণ দিয়ে। একই ঘটনার পূনরাবৃত্তির সংবাদ পাঠে পাঠকসমাজেও এখন আর আগের মতো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়না। সবাই কেন জানি অকাল মরণকে মেনে নিয়ে চলছে। ফলে দিনদিন মানবতা হারিয়ে যাচ্ছে। এখন আর কেউ ২ পয়সাও কারো ধার হিসেবে দিতে চায়না; শতকরা সুদের হিসেবে সবাই এতটাই অমানবিক হয়ে উঠেছে যে, আজ বিশ্ব মানবতার দিনেও চক্রহারে সুদের বোঝা বইতে না পেরে এক সন্তানের পিতা আত্মহত্যার খবর এসেছে।
কালোবাজারিদের দখলদারিত্বের বাজার থেকে চাহিদামতো নিত্যপণ্য ক্রয় করতে পারছেনা দেশের অধিকাংশ লোক। রাজধানী শহরকে ভিক্ষুকমুক্ত ঘোষণা দিলেও সরছেনা জিন্দালাশতুল্য একলুঙ্গিতে বিছানাপত্র নিয়ে ফুটপাতে শুয়ে থাকা জীর্ণশীর্ণ মানুষগুলো। ফুটপাতই তাদের খাওয়া, থাকা ও মলমূত্রত্যাগের স্থান। এমন নোংরা পরিবেশ থেকে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট সুপ্রীমকোর্ট অঙ্গণকে আজও পরিচ্ছন্ন করা গেলোনা।
পদ্মাসেতু ও মেট্রোরেলের মতো দেশের বাহ্যিক রূপ গঠনে চোখ ধাধানো উন্নয়ন আমাদের মানবতাকর্মীদের যতটা না আনন্দিত করে; তার চেয়ে বেশি বিষন্নতায় চেপে বসে দেশের অমানবিক ঘটনার সংবাদচিত্র দেখে।
যারা মানবতার কথা লেখনীতে প্রকাশের দায়িত্ব পালন করে যাচ্ছে দেশের সে সকল সাংবাদিকদের মর্যাদার পরবির্তে মার খাচ্ছে প্রভাবশালীদের হাতে। সেসব প্রভাবশালীদের বোঝানো গেলোনা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের মাধ্যমে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিত্য প্রাণহানীর খবর আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। অর্থ সম্পদ অধিকাংশ লোকের জীবনে কাল হয়ে দাড়াচ্ছে। ২ টাকার জন্য প্রাণ দিতে হয় যে সমাজে; তাকে কতটা মানবিক রাষ্ট্র হিসেবে মূল্যায়ন করা যায়- তা মানবতাকর্মীদের হিসেবে মেলেনা। স্বাধীন সোনার বাংলাদেশে প্রতিটি নির্বাচন আসে মৃত্যুর পরোওয়ানা নিয়ে। রাজনৈতিক সহিংসতা থেকে ৫০ বছরেও দেশকে বের করে আনা গেলোনা বলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে অগ্নি পরীক্ষা রয়েই গেলো।
“রাত যত গভীর হয় সকাল তত কাছে” মূল্যবান এই উক্তির আলোকে আশায় উজ্জীবিত হতে হয়। জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির গবেষণা বিভাগ জানিয়েছে- অদ্য বিশ্ব মানবতা দিবসে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশের নাগরিকদের মানবিক কর্মকান্ডে সবাইকে আরো সক্রিয় অংশগ্রহণ করতে হবে। অমানবিক কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ আরো জোরদার করতে হবে। “মানুষের চেয়ে বড় কিছু নাই; নহে কিছু মহীয়ান” মূল্যবান বাণী প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে হবে। নতুন প্রজন্ম শিশুদেরকে এটিকেট্স এন্ড ম্যানার প্রশিক্ষণ দিতে হবে।
যেদিন সংগ্রহ বার্তায় অনাকাঙ্খিত খবরের লিঙ্ক আর সংযুক্ত হবেনা; সেদিন বিশ্বের শান্তিপূর্ণ বসবাসযোগ্য স্বর্গদেশের তালিকায় বাংলাদেশের নাম লিপিবদ্ধ হবে। সম্প্রীতির আর মায়া-মমতার বন্ধনে আবদ্ধ সমাজে কারো আর চোখের কোণায় কষ্টের লোনা জল ঝরবেনা। সেই প্রত্যাশায় প্রতিভোরে ঘুম ভাঙ্গে। যেদিন আর আমার এচোখ মেলবেনা জাতীয় গণমাধ্যমে উঠে আসা সংবাদ পাঠ করতে; সেদিনও যেন সংবাদ সংগ্রহ স্থগিত না হয়। দেশের সকল সাংবাদিকদের প্রতি রইল আমার এইটুকু নিবেদন আজকের বিশ্ব মানবতা দিবসে।
২০০৩ সালের ১৯ আগস্ট ইরাকে জাতিসংঘ কার্যালয় বোমা হামলার শিকার হয়। এতে ২২ জন কর্মকর্তা নিহত হন। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৮ সালে সিদ্ধান্ত নেয়, ২০০৯ সাল থেকে প্রতি বছর ১৯ আগস্ট বিশ্বমানবতা দিবস পালিত হবে। পরিষদ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থাকে এ দিবস পালনের আমন্ত্রণ জানায়। এর মাধ্যমে সারা বিশ্বের সাধারণ নাগরিকদের মানবিক কাজের প্রতি সমর্থন জোরদার করা যায়। -ইত্তেফাক
আজকের সংগ্রহ বার্তায় যে সব খবরের লিঙ্ক সংযুক্ত হয়েছে; তা পেতে এখানেই ক্লিক করুন