ঝালকাঠির কাঁঠালিয়ায়, সাংবাদিক হামলা মামলার প্রতিবাদে মানব বন্ধন করেছে কাঠালিয়া প্রেসক্লাব। উপজেলার শহীদ মিনার চত্বরে উপজেলা পরিষদের সামনে গত কাল ১৮ আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায়, কাঠালিয়া প্রেসক্লাব ও নাগরিক ফোরামের উদ্যোগে পটুয়াখালী জেলার দক্ষিণের যুগান্তরের প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) এর উপর দুর্বৃত্তদের হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কাঠালিয়া প্রেসক্লাব ও কাঠালিয়া নাগরিক ফোরামের সভাপতি মো. বাদল হাওলাদার, সঞ্চালনায় ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাব ও কাঠালিয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম রাসেল শিকদার। মানববন্ধনে বক্তব্য রাখেন কাঠালিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নাসির মিরবহর, প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মোস্তফা কামাল, কাঠালিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, কাঠালিয়া প্রেসক্লাব ও কাঠালিয়া নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব তালুকদার, কাঠালিয়া প্রেসক্লাব ও কাঠালিয়া নাগরিক ফোরামের সভাপতি মোঃ বাদল হাওলাদার, কাঠালিয়া প্রেসক্লাব ও কাঠালিয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম রাসেল শিকদার, কাঠালিয়া প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার দাস,কাঠালিয়া প্রেসক্লাব ও কাঠালিয়া নাগরিক ফোরামের দপ্তর সম্পাদক ইলিয়াস হাওলাদার,সদস্য মোঃহারুন অর-রশিদ সহ অনেকে।
বক্তব্যে সাংবাদিকরা বলেন মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক এবং সাংবাদিক সুরক্ষার জন্য একটি আলাদা আইন প্রণয়ন করা হোক। সারা বাংলাদেশে যে রকমের সাংবাদিক নির্যাতন হচ্ছে সে লক্ষে আমাদের এই কার্যক্রম প্রতিনিয়ত অব্যাহত থাকবে। এসময় কাঠালিয়া উপজেলার প্রেসক্লাব ও কাঠারিয়া নাগরিক ফোরামের সদস্য গন উপস্থিত ছিল।
মোঃ শফিকুল ইসলাম রাসেল কাঠালিয়া প্রতিনিধি ০১৭১১১০৮০৫৬