চাহিদা অনুযায়ী ডিমের দাম নির্ধারণ করা হয় বলে দাবি করেছেন তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি। তবে সমিতি কোনভাবে দাম ঠিক করতে পারে না বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। বৃহস্পতিবার ডিমের বাজারে অস্থিরতা নিরসনে মাঠে নামে ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় রাজধানীর দুই দোকানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বিস্তারিত নিউজ২৪এ
ফরিদপুরে ডিমের বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে জেলা শহরের বিভিন্ন ডিমের দোকানে এ অভিযান চালানো হয়। এসময় ডিমের দাম বেশি নেয়া, ডিমসহ নিত্যপণ্যের মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং ডিম ক্রয়ে পাইকারি ডিলারদের রশিদ না দেয়ার অপরাধে ফরিদপুর শহরের কাজী ফার্মস লিমিটেডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। বিস্তারিত সময়ের কন্ঠস্বরে