২ ডিসেম্বর ২০১২। স্পেনের বুরলাডাতে এক ক্রস-কান্ট্রি দৌড় প্রতিযোগিতায় দৌড়াচ্ছিলেন ২০০২ সালে লনডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কেনিয়ার আবেল মুতাই। তার পেছনই ছিলেন স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ। শেষ সীমানায় পৌঁছার তখনও প্রায় ১০মিটার মতো বাকি। কিন্তু আবেল মুতাই ফিনিশিং লাইন বুঝতে না পেরে ভাবলেন তিনি জিতে গেছেন আর দৌড়ের গতি কমিয়ে দিলেন। তার পেছনে থাকা স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ আন্দাজ করলেন আবেল মুতাইয়ের কনফিউশানের ব্যাপারটা। আর সাথেসাথেই স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেলকে বলতে থাকলেন, দৌড় শেষ হয়নি, তুমি দৌড়াতে থাকো, দৌড়াতে থাকো। কিন্ত আবেল তো আর স্প্যানিশ ভাষা বোঝেন না। ইভান বিষয়টা বুঝতে পারেন। তিনি আবেলের কাছাকাছি এসে পৌঁছানোর পর ধাক্কা মেরে ভিক্টরি লাইন পার করে জিতিয়ে দেন আবেল মুতাইকে!
দৌড় শেষ হবার পর সাংবাদিকরা ঘিরে ধরেন ইভানকে। প্রশ্ন একটাই, আপনি এইরকম কেন করলেন?
ইভান ফার্নান্ডেজ বললেন, আমি একটি সামাজিক পৃথিবী চাই যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব।
সাংবাদিকরা সন্তুষ্ট হন না এই জবাবে।
একজনের বিস্ময়ভরা প্রশ্ন, আপনি না জিতে ওকে জিতিয়ে দিলেন!
ইভান ফার্নান্ডেজ বললেন, জয়টা আমার প্রাপ্য ছিলো না, যার প্রাপ্য ছিলো আমি তাকে সাহায্য করেছি মাত্র। আর এমন জয় দিয়ে আমি কী পাবো, একটা মেডেল? যেখানে নৈতিকতা থাকবে না!
জীবনে এমন শিক্ষা তো আমি পাইনি।
লেখা ও ছবি কৃতজ্ঞতা : Rickta Martinez এর লেখা, সংগ্রহ Komolkoli Chowdhury ওয়াল থেকে।