হত্যাকান্ডে নিহত- ৬
বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে ফয়সাল ফাহিম শিশির (১৭) নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সাজাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শরীয়তপুরে আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহত যুবকের নাম ওহেদ খান (২৯)।
নরসিংদীর মাধবদীতে পূর্বশত্রুতার জের ধরে আব্দুস ছালাম (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় পরকীয়ার জেরে স্ত্রী শাম্মী আক্তারকে (৩৮) হত্যার অভিযোগে স্বামী শেখ সিরাজুস সালেকিনকে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিপক্ষের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে সোহরাব আলী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হাতিভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন কাঁঠালবিল এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক নারীর (২৭) মরদেহ রেখে পালিয়েছে তার স্বজনরা। অজ্ঞাতনামা ওই নারীর মাথায় আঘাত রয়েছে। তিনি অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
যৌন হয়রানির শিকার- ৩
বগুড়ার সোনাতলায় গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে সোনাতলা থানায় মামলা করেন।
নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের তা’লীমুল কুরআন মাদ্রাসার শিক্ষক আবদুল ফাত্তাহর বিরুদ্ধে মাদ্রাসার ১০ জন আবাসিক ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের চাপের মুখে অভিযুক্ত শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সিলেটের গোলাপগঞ্জে শ্যালিকাকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করার অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুলাভাইয়ের নাম ছায়েদ আহমদ (৩৫)। তিনি উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় গ্রামের মিনর উল্লাহর ছেলে।
লাশ উদ্ধার- ৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চান্দ্রা ইউনিয়নের ফরমান চেয়ারম্যানের বাড়ির সামনে আড়িয়াল খাঁ নদে ভাসমান গলিত শিশুর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
মাদারীপুরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ আগস্ট) রাত আটটার দিকে কালকিনি উপজেলার চরলক্ষ্মীপুর এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত যুবকের বয়স ২৫ থেকে ৩০ বছর।
ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে স্টিমারঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান।
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে লঞ্চের সঙ্গে সংঘর্ষে বাল্কহেড ডুবিতে নিখোঁজ দুইজনের মধ্যে কালাম নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে উপজেলার সন্ধ্যা নদীর খেজুরবাড়ি পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বাল্কহেডের মালিক হাবুল কাজী।
সাভারের আশুলিয়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পুরো শরীর ক্ষতবিক্ষত ও হাত-পা ভাঙা অবস্থায় ছিল। গতকাল সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাং এলাকা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
সড়ক দুর্ঘটনায় নিহত- ৫
সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার এক চাচাত ভাই। মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেটের গোলাপগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে হাদিউল হক (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে গ্রীণলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের চালক নিহত হয়েছেন।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে লিখন হোসেন (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ট্রাক ওভারটেক করতে গিয়ে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। মৃত মাওলানা শহীদ (৩০) উপজেলার কালারাইতা গ্রামের মসজিদ বাড়ির গোলাপুর রহমানের ছেলে।
পানিতে ডুবে মৃত্যু- ২
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন কড্ডা খোয়ারপাড়া এলাকায় তুরাগ নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পড়ে মৃত্যু- ১
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম মো. শাহাদাৎ (৮)। সে তালিমুল কোরআন নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।