হত্যাকান্ড- ৩
মামার দোকান থেকে টাকা চুরির অভিযোগে মা কিশোর বয়সী ছেলে মো. হাছানকে (১৪) মারধর করেন। একপর্যায়ে বাসার লোহার খাটের সঙ্গে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়। গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
দিনাজপুরের ঘোড়াঘাটে সবুজ মিয়া (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামে মোজাম পার্ক আম বাগানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। নিহত গরু চোরের নাম মোশারফ হোসেন রিপন (৪০)। এদিকে গণপিটুনির ঘটনায় কোম্পানীগঞ্জ থানার এসআই পুষ্প বরণ চাকমা বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
যৌন নিপীড়নের শিকার- ৫
বেড়াতে যাওয়ার কথা বলে নির্জন বাগানে নিয়ে স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণ করেন কথিত প্রেমিক মো. হাসান (২৫)। তারা অপরিচিত যুবকের উপস্থিতি দেখে মোটরসাইকেলে সেখান থেকে পালিয়ে গেলে আগত ৫ জনের দ্বারা মেয়েটি ধর্ষণের শিকার হয়।
নাটোরের সিংড়ায় কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চামারী ডিগ্রি কলেজের অফিস সহায়ক আব্দুল খালেককে (৫৮) আটক করেছে পুলিশ।
বগুড়ার সারিয়াকান্দিতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের পরিবার দায় স্বীকার করে বিয়ের জন্য সম্মত হয়েছে বলে জানা গেছে। তবে আজ বুধবার আদালতে অভিযুক্তের নামে শিশু ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
ফেনীর সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা মনিরুল উলুম মাদ্রাসায় শিশু ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাদরাসার মোহতামিম গোলামুর রহমানকে (৪৩) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শ্যালিকাকে (২৮) ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আপন দুলাভাই। এতে অন্তঃসত্ত্বা হন শ্যালিকা। ঘটনাটি চাপা দিতে জোরপূর্বক শ্যালিকার গর্ভপাত করান দুলাভাই। এমন অভিযোগের পর পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত বোন জামাইকে।
আত্মহত্যা- ১
দিনাজপুরের নবাবগঞ্জে এক নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই চিকিৎসকের নাম রোকেয়া খাতুন ডেইজি (২৭)। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে দলারদরগাহ কে এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার- ৩
সিলেটের পাঁচ তারকা মানের হোটেল ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’র কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) সিলেট এয়ারপোর্ট সড়কের কালাইউরা এলাকার জমজম টাওয়ারের নিচতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গাজীপুরে নারী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফ হোম) থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নগরীর বাসন থানাধীন মোগরখালে অবস্থিত সেফ হোমটির টয়লেট থেকে পুলিশ লাশটি বুধবার ভোরে উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাহিয়া বেগম (২০) নামে এক গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সড়ক দুর্ঘটনায় নিহত- ৫
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন ও আল আমিন নামে ২ যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে যশোর-ঢাকা রোড়ের রোজা ফার্নিচারের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আসলাম হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের আক্তারুজ্জামান মেমোরিয়াল প্রাইভেট স্কুলের সামনে রাণীরহাট টু নন্দীগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফেনীতে পিকআপ ভ্যানের ধাক্কায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় স্কুলে যাওয়ার পথে নৌকাডুবিতে নুছরাত ফেরদৌস রিমু (১৩) নামে এক শিক্ষার্থী মারা গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছত্রিশ ও পিঠাইটিকর গ্রামের মাঝামাঝি বুড়িকেয়ারি বিলে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনায় বাড়ির পাশে ধানের জমিতে জমে থাকা পানিতে ডুবে ২ বছরের শিশু মারা গেছে। শিশুটি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের কার্লি গ্রামের আল আমিনের ছেলে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত- ১
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া পূর্বপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইফরাত ভুইয়া (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ইফরাত ওই এলাকার ভুইয়া বাড়ির হাকিম ভুইয়ার ছেলে। সে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র ছিলো।
ট্রেনে কাটা পড়ে মৃত্যু- ৩
জেলা সদরে রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক (৩০) নিহত হয়েছেন। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চট্টগ্রামে রেল লাইনে পৃথক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। গত মঙ্গলবার পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কের রেল রোড ওভার ব্রিজের পাশে গিটার বাজানো অবস্থায় ওমর ফারুক (২৮) নামে এক যুবকের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।