বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (১২ আগস্ট) সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তেলের সঙ্গে কবরের দামও বৃদ্ধি পেয়েছে। ঢাকা উত্তর সিটিতে সংরক্ষিত কবরে কাউকে আবার কবর দিতে খরচ বেড়েছে। বনানী কবরস্থানে খরচ বেড়েছে ২০ হাজার টাকা। আর উত্তর সিটির অন্য কবরস্থানে এই খরচ বেড়েছে ১০ হাজার টাকা।
রাজধানীতে কবর দেওয়ার খরচ বাড়ল। নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সংরক্ষিত কবরের ওপর ফের কবর দেওয়ার জন্য ফি বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তবে নিম্ন আয়ের মানুষ ১০০ টাকায় কবর দিতে পারবেন ডিএনসিসির কবরস্থানে। তাঁদের সাধারণ কবরের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা এবং দুস্থ, অসহায় ও বিত্তহীন ব্যক্তিদের ক্ষেত্রে ফি ১০০ টাকা।