৯ আগস্ট ২০২২
রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মিসবাহ ও ক্যামেরাপারসন সাজু মিয়া হামলা ও মারধরের শিকার হয়েছেন। এ সময় ক্যামেরা ভাঙচুর করা হয়। মোবাইল ও গাড়ির চাবি ছিনিয়ে নেওয়াসহ প্রায় দুই ঘণ্টা তাদের আটকে রাখা হয়। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
একইদিনে সুনামগঞ্জে আদালত প্রাঙ্গনে যমুনা টেলিভিশন ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধির ওপর চড়াও হন পুলিশ সদস্যারা। এ সময় আইনজীবীরা এগিয়ে এলে পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন।
৩ আগস্ট ২০২২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীকে ‘গেস্ট রুমে’ ডেকে নিয়ে নির্যাতনের পর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ নিজেরাই নির্যাতনকারীদের নাম জানিয়েছে। নির্যাতিত সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এই নির্যাতনের ঘটনা ঘটে।
২ আগস্ট ২০২২
বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ক্যামেরা পারসন আজাদ আহমেদ সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন।
১ আগস্ট ২০২২
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা টাইমসের নিজস্ব প্রতিবেদক ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম নাঈমকে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।