সড়ক দুর্ঘটনায় নিহত- ১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হয়ে ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় মাইক্রোবাসের অন্যসব যাত্রী ও চালক বের হতে পারলেও ফাতেমা বেগম (২৭) নামের এক নারী আটকে পড়েন। পরে মাইক্রোবাসেই আগুনে পুড়ে মারা যান তিনি। এ সময় তিনি চিৎকার করলেও কেউ তাকে রক্ষা করতে পারেননি। শনিবার (৬ আগস্ট) বেলা ১১টায় এই ঘটনা ঘটেছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অপর ট্রাকের ধাক্কায় বঙ্গবন্ধু রেলসেতুর প্রকৌশলী আব্দুল মঈন (৩৫) নিহত হয়েছেন। শনিবার (০৬ আগস্ট) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় রায়হান ইসলাম রাজিব (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে ফরিদপুর কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ইউসুফ প্রামাণিক নিহত হয়েছেন।
চট্টগ্রামে বাস চাপায় মো. মিনহাজ নামে এক কিশোর নিহত হয়েছেন। একই ঘটনায় আশরাফ আলী নামে আরও একজন বৃদ্ধ আহত হয়েছেন।
দিনাজপুরের খানসামায় টংগুয়া বাজার এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাহার হোসেন নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।
বাগেরহাটের ফকিরহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় দাড়িয়ে থাকা গরু ভর্তি নসিমন উল্টে ৫টি গরুসহ নসিমনের চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নসিমনের অপর ২ গরু ব্যবসায়ী। শুক্রবার (৫ আগস্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তামিম (১৯) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকালে ইব্রাহিমপুর চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
লাশ উদ্ধার- ৩
স্বরূপকাঠিতে পানির ড্রামের ভেতর থেকে ৩৩ দিনের শিশু সুবল দেবনাথের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার শ্বশিদ অশ্বত্থকাঠী গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের সুকান্ত দেবনাথ ও নমিতা দেবনাথের সন্তান।
শাহজাদপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের নিজ শয়নকক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্ম থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হত্যা- ৩
রাজধানীর জাতীয় ঈদগাহসংলগ্ন রাস্তার ফুটপাতে ছুরিকাঘাতে মো. সুমন (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে মো. রকি (৩২) নামের একজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
কুমিল্লায় শিক্ষকের বেত্রাঘাতে মাদরাসাছাত্রের মৃত্যুর নতুন তথ্য পাওয়া গেছে। শুক্রবার (০৫ আগস্ট) রাতে নিহত মাদরাসাছাত্র সিহাবের মা খালেদা বেগম সেই ঘটনার বর্ণনা দিয়েছেন।
সিলেটের গোয়াইনঘাটের ফুলতৈলছ গ্রামে সংঘর্ষের ঘটনায় আহত ময়না মিয়া নামের এক ব্যক্তি মারা গেছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৫ আগস্ট) রাতে তিনি মারা যান।
বজ্রপাতে মৃত্যু- ২
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জমি চাষকালে বজ্রপাতে রবিন সরেন (৩৮) নামে এক পাওয়ার টিলারের চালক প্রাণ হারিয়েছেন।
চট্টগ্রাম নগরীতে বজ্রপাতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম মো. বুলবুল। শনিবার সকালে নগরীর বায়েজীদ থানাধীন বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু- ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বীর চন্দ্রপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নজরুল ইসলাম (১৭) নামে এক ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।
পানিতে ডুবে মৃত্যু- ১
রাঙামাটির কাপ্তাই লেকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার রাঙামাটির দারোগা পাহাড় এলাকার কাপ্তাই লেকে এ ঘটনা ঘটেছে।
নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীর শাখা নদীতে সাঁতার দিয়ে পার হওয়ার সময় ডুবে গিয়ে নিখোঁজ হওয়া ইমান আলী (৫০) এর লাশ ২১ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট।
সাপের কামড়ে মৃত্যু- ১
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাইবাছড়া গ্রামের তত্ত চাকমার এক মাত্র ছেলে সুখেন চাকমা সাপের কামড়ে মৃত্যু বরন করেছে।
ভবন নির্মাণকাজে পথচারি নিহত- ২
কক্সবাজারের চকরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের পাইলিংয়ে ব্যবহৃত সিঁড়ি ছিটকে চাপা পড়ে দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীস্থ খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযোগ- ৩
টাঙ্গাইলে বাসে ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই গাজীপুরের শ্রীপুরে চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে এক নারীকে (২১) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক গৃহবধূকে (১৯) আবার ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার ওই গৃহবধূ বাদী হয়ে কসবা থানায় দুজনের নামে মামলা করেন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।