রাজধানীর কল্যাণপুরে ডিপোর সামনে তেল কম দেওয়ার অভিযোগে আট ঘণ্টা ধরে অবস্থান করছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। এ বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ইসতিয়াক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি আগামীকাল মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার কার্যালয়ে এসে অভিযোগ দেবেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের হোতাপাড়া এলাকায় হুয়া থাই টাইলস নামক একটি টাইলস কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটিকে নগদ অর্থদণ্ড করা হয়।
খুলনায় ওষুধের দাম বেশি নেওয়া, মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরিসহ বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।