আজ ১ আগস্ট; বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। মায়ের দুধের প্রয়োজনীয়তা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে জোর দিতে বিশ্বব্যাপী এ দিবস পালন হয়। একইসঙ্গে ১৯৯২ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন শুরু হয়। আর ২০১০ সাল থেকে বাংলাদেশেও পালিত হচ্ছে মাতৃদুগ্ধ সপ্তাহ। বিস্তারিত ডেইলি বাংলাদেশে
মায়ের দুধ শিশুর প্রথম টিকা। শৈশবকালীন সাধারণ রোগবালাই থেকে শিশুকে সুরক্ষা দেয় মায়ের দুধ। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আজ ১ আগস্ট দেওয়া যৌথ বিবৃতিতে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথারিন রাসেল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ কথা বলেছেন। আজ থেকে এই সপ্তাহ শুরু হয়েছে।