দ্রব্যমূল্যের ঊধ্বগতির কারণে ক্রয় ক্ষমতা না থাকায় দেশের ৪২ শতাংশ মানুষ ঠিকমতো খেতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার বলেছেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশ হবে একটি ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ। শেখ হাসিনা তার বাবার সে স্বপ্ন আজ বাস্তবায়ন করেছে। বাংলাদেশ আজ ক্ষুধা মুক্ত দেশে পরিণত হয়েছে। খাদ্যের জন্য বাংলাদেশকে আজ অন্যের দুয়ারে হাত পাততে হয় না।