সড়ক দুর্ঘটনায় নিহত- ১৫
মাদারীপুরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের চাপায় সাকিব শেখ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ি চাপায় অজ্ঞাত ২ জন নারী-পুরুষের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়কে থামিয়ে রাখা একটি ট্রাকের পেছনে থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে চালকসহ ২ জন নিহত হয়েছেন।
খুলনায় একটি বর্জ্যবাহী ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে খুলনা মহানগরের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর সদর উপজেলার বাগড়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) রাতে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কে এ ঘটনা ঘটে।
খুলনা জিরো পয়েন্ট এলাকায় খুলনা সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী আব্দুল জলিল (৬০) নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং একজন আহত হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুর যুব উন্নয়ন অধিদফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদীর পাকশিতে নসিমন উল্টে একজন নিহত ও অপর সাতজন আহত হয়েছেন। নিহত সুলতান আলী (৬২) রাজশাহী উপজেলার বাগমারা উপজেলা নরদাস গ্রামের মোকসেদ আলীর ছেলে।
বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পাঁচটায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে লিপি খাতুন (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আত্মহত্যা- ৩
টিকটক মডেলের মতো আত্মহত্যার অভিনয় করতে না দেওয়ায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আত্মহত্যা করেছে ৮ বছরের শিশু সাজ্জাদ হোসেন হিমেল। আজ শুক্রবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রুমি আক্তার (৩০) ও মো. খোকন (৩৫) দম্পতির সন্তান সাজ্জাদ। মো. খোকন প্রায় তিন বছর ধরে দেশের বাইরে।