আজ ৩০ জুলাই, শ্বশুর দিবস। আমেরিকায় দিনটি পালিত হয়। ধারণা করা হয়, একটি গিফট কার্ড তৈরির প্রতিষ্ঠান এই দিবস চালু করেছে। তবে ঠিক কবে শুরু হয়েছিল, তা জানা যায় না। আজ শ্বশুরমশাইকে শ্রদ্ধা জানিয়ে খুদে বার্তা পাঠাতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতে পারেন তাঁকে নিয়ে। বাড়িতে বিশেষ খাবারের আয়োজন করা যেতে পারে। শ্বশুরকে দিতে পারেন দারুণ কোনো উপহার।
কাগজপত্রের হিসাবে বন্ধু দিবস ৩০ জুলাই। জাতিসংঘ ঘোষিত দিনটি নিভৃতেই চলে গেছে। তবে আজ প্রচলিত বন্ধু দিবস। এর দালিলিক স্বীকৃতি না থাকলেও ১৯১৯ সাল থেকে আগস্টের প্রথম রোববার পালিত হয় দিবসটি।