সড়ক দুর্ঘটনায় নিহত- ১০
পাবনার সাঁথিয়া উপজেলায় একটি বাসের ধাক্কায় ভ্যানগাড়িতে থাকা একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।
সিলেটে বাসের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘাতক বাসের চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের বহরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কালিবালা ২য় বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের কালীগঞ্জে পৃথক দু’সড়ক দুর্ঘটনায় রিক্সা চালকসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ থানাধীন টেকপাড়া ও শিমুলিয়া এলাকায় এ দূর্ঘটনা দু’টি ঘটে।
রাজধানীর সবুজবাগের খিলগাঁও ফ্লাইওভারে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. হালিম বেপারী (৫২) নামে এক রিকশাচাল নিহত হয়েছেন।
আত্মহত্যা- ২
রাজধানীর ওয়ারীতে তৃতীয় লিঙ্গের একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপীবাগ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল কিনে না দেয়ায় অভিমানে চুয়াডাঙ্গায় সাব্বির হোসেন (১৮) নামে এক কলেজছাত্র বিষপানে আত্মহত্যা করেছে।
হত্যা- ৩
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবককের মৃত্যু ঘটেছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের হামলায় ইমন (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবু সাইদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী হৃদয় ভানু পলাতক আছেন।
লাশ উদ্ধার- ৪
সাতক্ষীরার কলারোয়া থানার একটি এতিমখানার পুকুর থেকে রিয়াদ (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বগুড়ার আদমদীঘিতে মর্জিনা বেগম (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর এলাকায় পদ্মা নদী থেকে মানুষের একটি গলিত লাশ (কঙ্কাল) উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে পুকুর থেকে এক বৃদ্ধা নারীর (৬২) ভাসমান মরদেহ উদ্ধার করছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া বাজার সংলগ্ন মুক্তাহার পুকুর থেকে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ নিয়ে ওই বৃদ্ধা নারীর ভাসমান মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন।
বজ্রপাতে নিহত- ১
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে দুইজন কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃত্যু- ১
কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা সোনাপুর মসজিদ বাড়ির জালাল উদ্দীনের ছেলে আব্দুল কাইয়ুম ফাহমিদ(০৯), বেলাল উদ্দিনের ছেলে আব্দুর রহমান ফাওয়াজ(০৮)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু- ২
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমেলা খাতুন (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সকালে বড়াইগ্রাম থানাধীন ৪ নং নগর ইউনিয়নের মলিকপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে রাকিব বয়াতী নামে এক রঙ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের পাঁচরাস্তা মোড় এলাকার একটি ভবনে রংয়ের কাজ করছিলেন তিনি।
রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে অন্য একটি বাসের চাপায় মিথিলা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
ট্রেনে কাটা- ১
দিনাজপুর-পার্বতীপুর রেলওয়ে রুটের চিরিরবন্দরে কাঞ্চন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যৌনাচারের শিকার- ১
বগুড়ার শাজাহানপুরে হাফিজিয়া মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে (১০) একাধিকবার বলাৎকারের ঘটনায় মাদ্রাসার শিক্ষক হাফেজ সোহেল আকন্দকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।