আমার জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
-এসএম নজরুল ইসলাম, ডেপুটি এটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
৪৪ বৎসর ঢাকায় আছি। প্রথম দিকের প্রায় ৩০ বৎসর যে কোন ঈদেই গ্রামের বাড়ীতে না গেলেই চলে নাই। কত কষ্ট করে কত ধকল পেরিয়ে ঈদের ছুটি হওয়ার সাথে সাথে নিজের, নিজেদের পরিবার বলতে ছোট ভাইদেরকে নিয়ে লঞ্চের টিকিট বহু কষ্টে সংগ্রহ করে, গ্রামের বাড়ীতে ঈদ উপভোগ করার কথা ভাবতেই আজ শরীর মন শিউরে উঠে । পরের দশ বৎসর বলতে গেলে মাঝে মাঝে কখনও যেতাম, কখনও যাওয়া হয়নি, নানা কারনে! বাবা মা বেচেঁ ছিল, তাদেরকে নিয়েও বেশ কয়েকবার ঈদ করতে বাড়ীতে যেতে হয়েছে। এটাই আমার জীবনের একটা পর্ব।
আজ বাবা মা নেই, আর সবই আছে, আমিও বেচেঁ আছি। সকলকে সাধ্যমত চেষ্টা করে প্রতিষ্ঠিত করেছি, বলব না, তাদের ইগোতে লাগতে পারে? তারা আজ সুপ্রতিষ্ঠিত, তাদের অজস্র সম্পদ আছে। তারা স্বচ্ছল, তাদের সম্পর্কে কিছু বলা সব সময় ঠিক না। তাদেরকে আমি মানি কি না মানি তারা ও নিয়ে ব্যস্ত নয়। তারা আছে তাদেরকে নিয়ে, আমার সাথে তাদের সম্পর্ক রাখা তাদের ইজ্জতের সওয়াল। তাইতো আজ প্রায় চার বৎসর হতে চলল, আমি আমার মত করে জীবন নিয়ে বেচেঁ আছি, অনেক ভাল আছি। আগের চেয়েও ভাল আছি। দুঃখ একটা বাবা নাই, মা নাই। কথা বলার জায়গা নাই। এই যা!
তবে মহান সৃষ্টি কর্রতার কাছে শোকর তিনি যদি আমার প্রতি কৃপা না করতেন, তাহলে আমার বর্তমান জীবন তুষের অনলে জ্বলতে জ্বলতে ধ্বংসের দ্বার প্রান্তে পৌছাত। সে দিক থেকে শোকর। আল্লাহ তুমি আমার ভবিষতে কি দিবা জানিনা তবে অতীত বর্তমান নিয়ে তোমার কাছে হাজারও শোকর গুজার করি। তুমি সব পার। তুমি মহান তোমার তুলনা তুমি। আত্মার আত্মীয়, বংশের বাতি, স্ত্রী সন্তান কোন কিছুই আমি মানিনা বিশ্বাস করি না। সব কিছুই আল্লাহ তোমার দান। এটাই সত্য, এটাই সঠিক জীবন দিয়ে অনুভব করেছি, করছি। তোমার দয়া চাই, তোমার কৃপা চাই। তোমার সহানুভূতি চাই।
জানিনা ভবিষতে কি হবে? তাইতো চিন্তায় নয় তোমার কৃপার আশায় আছি। এ জগতে কেউ কারো নয়। নিজের জন্য নিজে সচেতন ভাবে বসবাস করুন, আত্ম উৎসর্গের নামে নিজের সম্পদ নিয়ন্ত্রণের বাইরে নিবেন না, তাতে ভবিষতে কষ্ট পাবেন এটা আমি আমাকে দিয়া নিশ্চিত বলতে পারি, তাই আল্লাহর নামে এগিয়ে চলুন। জাগতিক সুখ না পেলেও অতৃপ্ত হবেন না, এটাও আমার বিশ্বাস। আত্মীয়ের উপর ভরসা করা আর দুর্জনের উপর ভরসা করায় তেমন কোন পার্থক্য নাই। অর্থের টানে সকলেই সমান। আল্লাহ তুমি মঙ্গল কর। মনে সুখ দাও, স্বস্তি দাও।
এসএম নজরুল ইসলাম, ডেপুটি এটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রীম কোর্ট