১০৩ মিলিয়ন ডলারে নোবেল পুরস্কার বিক্রি করে ইউক্রেনের শরণার্থীদের কল্যাণে ব্যয় করেন রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতব। তার মতে, মস্কোর সামরিক অভিযানকে রাশিয়ার নাগরিকদের অধিকাংশই সমর্থন করেন না। ক্রেমলিনের সমালোচক বলে পরিচিত সংবাদপত্র‘নোভায়া গাজেটা’-র সহ-প্রতিষ্ঠাতা এবং মুখ্য সম্পাদক মুরাটভ। ১৯৯৩ সালে সাবেক রুশ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভের নোবেল শান্তি পুরস্কারের অর্থ দিয়ে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। বিস্তারিত