প্রধানমন্ত্রীর অনুরোধে এবং জনস্বার্থ বিবেচনায় রাস্তার জন্য ১৩ ফুট জায়গা ছেড়ে দেওয়ার কথা মসজিদ কর্তৃপক্ষের। কিন্তু আজ ৩০ মে পর্যন্ত মসজিদটির সীমানা আগের অবস্থানে দেখা গিয়েছে বলে জনমনে নানাবিধ সন্দেহ- আসলেই কি মসজিদটি রাস্তার জন্য ১৩ ফিট জায়গা ছেড়ে দিচ্ছে নাকি আগের অবস্থানে থেকে যাচ্ছে?
মসজিদের পূর্বের অবস্থান রাস্তার ওপরে হওয়ায় মিরপুর রোড সংকুচিত হয়ে গেছে। বর্তমানে রাজধানীর এই গুরুত্বপূর্ণ রাস্তাটিতে যানজটের কারণ হয়ে উঠেছে মসজিদটি। মসজিদটি ১৩ ফিট পিছনে সরানো অতীব জরুরি হয়ে পড়েছে। ১০ তলা ভবন হলে তা আবার পিছনে সরাতে নানাবিধ সমস্যায় পড়তে হবে বলে ধারনা সচেতন মহলের। বিস্তারিত