এবার তোমার লন্ডন থেকে নিথর দেহে আসা
ছিলনা এবার তোমার মুখে প্রিয় মাতৃভাষা।
যেই ভাষাতে লিখতে তুমি গান কবিতা কত
তোমার লেখায় উঠত জেগে মুক্তিযুদ্ধাহত।
তোমার গানের সুরে ২১ আসবে ফিরে ফিরে
সোনার বাংলায় রূপ নিয়েছে বঙ্গোপসাগর তীরে।
বঙ্গবন্ধুর স্বপ্নের দেশটি রক্ষায় কলম ধরে
তুমিও মুক্তিযুদ্ধে যে বীর যাওনি পিছনে সরে।
তুমি অমর তোমার লেখা রবে অম্লান হয়ে
চলে গেলে লক্ষ জনতার সালাম ও শ্রদ্ধা লয়ে।
মাসুম বিল্লাহ, ২৮ মে ২০২২ রাত ১০:২০