World Journalists demand exemplary punishment for Al Jazeera journalist Shirin’s murder. (Translated into 3 languages) (مترجم إلى 3 لغات) صحفيو العالم يطالبون بعقوبة رادعة لمقتل صحفية الجزيرة شيرين
আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্তের পরিকল্পনা নেই ইসরায়েলের সামরিক বাহিনীর। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। বিস্তারিত এ খবরে বিশ্ব মিডিয়ার সংবাদিকরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেন।
গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছিলেন ৫১ বছর বয়সী শিরিন আবু আকলেহ। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকেরা জানান, ইসরায়েলের এক সেনা মাথায় গুলি করলে শিরিন প্রাণ হারান।
সাংবাদিক শিরিন হত্যাকান্ড আমলে না নিয়ে ইসরাইল বিশ্ব মিডিয়ার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করল। যা বিশ্বের সাংবাদিকদের জীবন আরো হুমকির দিকে ঠেলে দেওয়ার সামিল বলে মন্তব্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের।
সাংবাদিক হত্যার বিষয় এমন শিথিলতায় জাতিসংঘ ঘোষিত মানবাধিকার লঙ্ঘনে উৎসাহিত করবে বলে মন্তব্য করেন জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির প্রেসিডেন্ট মাসুম বিল্লাহ। তিনি বাংলাদেশ ও বিশ্বের সকল সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টিকে গুরুত্বসহ বিবেচনায় নেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন।
The Israeli military has no plans to investigate the killing of Al-Jazeera journalist Shirin Abu Akleh. Israeli media reported the news on Thursday. In this detailed news The journalists of world media expressed their deep concern.
On May 11, Israeli forces raided the occupied West Bank town of Jenin. Shirin Abu Akleh, 51, was at the scene to gather news. Eyewitnesses and other reporters at the scene said Shirin was shot in the head by Israeli soldiers.
Israel turned a blind eye to the world media by ignoring the murder of journalist Shirin. The leaders of the journalists’ organization commented that this is a threat to the lives of journalists around the world.
Masum Billah, president of the National News Collection Foundation of Bangladesh (NNC), said the killing of a journalist would encourage such relaxation in the United Nations. He drew the attention of the UN Secretary General to take the issue seriously on behalf of all journalists in Bangladesh and around the world.
وليس لدى الجيش الإسرائيلي أي خطط للتحقيق في مقتل صحفية الجزيرة شيرين أبو عقله. نقلت وسائل الإعلام الإسرائيلية النبأ يوم الخميس. في هذا الخبر التفصيلي أعرب صحفيو وسائل الإعلام العالمية عن قلقهم العميق.
في 11 مايو ، اقتحمت قوات الاحتلال الإسرائيلي مدينة جنين المحتلة بالضفة الغربية. وكانت شيرين أبو عقله ، 51 عاما ، في مكان الحادث لجمع الأخبار. وقال شهود عيان ومراسلون اخرون في مكان الحادث ان جنود اسرائيليين أصيبوا شيرين في رأسها.
غضت إسرائيل الطرف عن الإعلام العالمي بتجاهلها مقتل الصحفية شيرين. وعلق قادة منظمة الصحفيين بأن هذا يمثل تهديدًا لحياة الصحفيين في جميع أنحاء العالم.
وقال معصوم بالله ، رئيس وكالة الأنباء الوطنية (NNC) ، إن مقتل صحفي سيشجع مثل هذا الاسترخاء في الأمم المتحدة. ولفت انتباه الأمين العام للأمم المتحدة إلى أن يأخذ القضية بجدية نيابة عن جميع الصحفيين في بنغلاديش وحول العالم.