অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে প্রথম বাংলাদেশি নারী সাজেদা আক্তার সানজিদা ও সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাবেক সভাপতি ডাঃ এনামুল হক হকের জন্য শুভ কামনা করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের চেয়ারম্যান জানাব আব্দুল মতিন।
তিনি বলেন, আর মাত্র এক দিন বাকী। আগামি ২১ মে (শনিবার) অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচন। এবারের ফেডারেল নির্বাচনে সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওয়াটসন থেকে ক্ষমতাসীন লিবারেল পার্টির মনোনয়ন পেয়েছেন এক বাঙালি নারী। এই মনোনয়ন পুরো অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিকে তাক লাগিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবারের নির্বাচন বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার ইতিহাসে এবারই প্রথম ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি নারী কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা। এর আগে একই আসন থেকে লিবারেল পার্টি থেকে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন তাঁর স্বামী সাবেক কাউন্সিলর মোহাম্মাদ জামান টিটো।
বাংলাদেশিদের নিজেদের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে যদি বিন্দুমাত্র সন্দেহ না থাকে তাহলে ওয়াটসনে বাংলাদেশিদের জয় হবে এমনটা আশা করা যায়। তবে, ওয়াটসনের স্থানীয় লেবার পার্টির এমপি টনি বার্ক যথেষ্ট জনপ্রিয় এবং এলাকায় তাঁর ব্যক্তিগত সম্পর্কও যথেষ্ট শক্তিশালী। অপরদিকে মেলবোর্নের হয়েক আসন থেকে ক্ষমতাসীন লিবারেল পার্টির মনোনয়ন পেয়েছেন সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাবেক সভাপতি ডাঃ এনামুল হক হক। তাঁর নতুন আসনের মধ্যে রয়েছে (মেলটন, সানবেরি, বাচ্চাস মার্শ, ডিগারস রেস্ট, বুল্লা এবং ব্যালান শহর)।
এনামুল হক আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। এনামুল হক সিডনি বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল অ্যান্ড বায়োমোলিকুলার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি দ্য ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ উলংগং, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, ডেকিন ইউনিভার্সিটি এবং আরএমআইটি ইউনিভার্সিটিতে গবেষণার কাজ করেছেন। এর আগে তিনি মেলবোর্ন থেকে সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।
অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে অংশগ্রহণকারি প্রথম বাংলাদেশি নারী সাজেদা আক্তার সানজিদা এবং সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাবেক সভাপতি ডাঃ এনামুল হক হকের জন্য অনেক অনেক শুভ কামনা। তাঁরা আমাদের দেশের গৌরব ও প্রবাসিদের অহংকার।