ভ্রমণ সব সময়ই ঝামেলা ও স্ট্রেসপূর্ন হয় , সে হোক নদী , সড়ক কিংবা আকাশ পথ – যেটাই হোক । যাচ্ছিলাম জার্মানির ফ্রাংকফোর্ট থেকে মাল্টা জার্মানির ন্যাশনাল এয়্যার Lufthansa য় । Luft অর্থ বায়ু, বাতাস বা হাওয়া আর Hansa জার্মানির জাতিয় পাখি । এই পাখি ৯৮ জন যাত্রি নিয়ে উড়াল দিলো দুপুর ১২:৫০ এ। আমার সামনের সাঁড়িতে মাল্টার এক পরিবার , বাবা মা আর আড়াই বছরের ফুটফুটে পুত্রধন । শিশুটি বার বার আমাদের সাথে ওর মতো উকিঁঝুকিঁ দিচ্ছিলো ও দুষ্টুমি করছিলো । তার মা , প্রিয়তম পতির শরীরে মাথা রেখে রিলাক্স করছিলো । এ যেন মনে হলো স্বর্গময় পৃথিবী । Relax in air. আকাশে শান্তির নীড় । অনুমতি নিয়ে ছবি তুললাম এই সুখী পরিবারটির । মজা করে বললাম বসার টিকেট কেটে শুয়ে যাচ্ছো , তোমাদের কিন্তু বেশী ভাড়া দিতে হবে । আমরা এখন আকাশে , এখানেই লিখলাম , আমার আজকের লেখার ঠিকানা আকাশ । পুরো আকাশটাই আমার , যদিও দলিল শুধু এয়্যারক্রাপ্টের মধ্যের একটি চেয়্যার , তাও আবার দুই ঘন্টা বারো মিনিটের জন্য । সত্যি যদি পুরো আকাশটা আমার হতে, Hansa র মতো পাখা থাকতো ! কি না মজা হতো ! ইচ্ছামতো ঘোরা যেতো নিরাপত্তার অজুহাতে ঘাটে ঘাটে জুতা কিংবা বেল্ট খুলতে হতো না !