২৪ এপ্রিল ২০২২ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। এর ঠিক এক সপ্তাহ পূর্বে
১৭ এপ্রিল ২০২২ ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ভগবাননগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাই হাতে আরেক ভাই মকবুল হোসেন মোল্লা (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এর ঠিক এক সপ্তাহ পূর্বে
৯ এপ্রিল ২০২২ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতবাড়ির জায়গার সীমানা পিলার নির্ধারণ নিয়ে জানে আলম ও তার আপন ভাই খোরশেদ আলমের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এরই একপর্যায়ে খোরশেদ ও তার স্ত্রী খালেদা বেগম শাবল দিয়ে আঘাত করে ও পিটিয়ে জানে আলমকে আহত করে। পরে জানে আলমের স্ত্রী ও স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল জানে আলমের মৃত্যু হয়।
৮ মার্চ ২০২২ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আপন বড় ভাইয়ের হাতে ছোট বোন খুনের ঘটনা ঘটেছে
২৯ মার্চ ২০২২ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শামীম মিয়া (১৪) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে তারই বড় ভাই সালমান শাহ ওরফে পিচু মিয়া।
২৩ মার্চ ২০২১ লালমনিরহাটে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটির সৃষ্টি হলে একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির শুরু হয়। পরে আসপাশের লোকজন এসে তাদের যে যার ঘরে ঢুকে দিয়ে চলে যান। পরে সন্ধ্যার দিকে বড় ভাই সোলেমান মিয়া হঠাৎ করে একটি ধারালো কুড়াল নিয়ে এসে ছোট ভাই আক্কাজ হোসেনের মাথায় স্বজোড়ে আঘাত হানে। এতে ছোট ভাই আক্কাস সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে।
২০ আগষ্ট ২০২১ জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জামালপুরের মেলান্দহে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই জাকিরুল নিহত হয়েছেন। তারও আগে
১৫ মে ২০২১ রাজবাড়ীর গোয়ালন্দে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তুষার (১৭) নামের অপর এক ভাই খুন হয়েছে। তার ঠিক এক সপ্তাহ আগে
৭ মে ২০২১ নাটোরের লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ছোট ভাই আনসার আলীর হাতে বড় ভাই জান আলী (৬৫) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
চলতি বছরের ৯ এপ্রিল সাতক্ষীরার কালিগঞ্জে জমিজমার জন্য সন্তানের হাতে বৃদ্ধা মাকে খুনের খবর প্রকাশিত হয়েছে।
জমাজমি নিয়ে বিরোধ মিমাংসায় জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির রয়েছে যুগোপযোগি পরিকল্পনা। আর তা বাস্তবায়নে প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা।
২০২২এর চলতি মাহে রমজান; আসন্ন ঈদে দেশের সব ঈদগাহে সকলের শপথ হোক- “আকাশের চেয়েও হৃদয় প্রশস্ত কর; আপনজন থেকে জমিজমা নহে বড়।”