আফগানিস্তানে একাধিক গ্রামে পাকিস্তানের হামলায় কমপক্ষে ৪৭ জন আফগান নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। বিস্তারিত
‘কেউ যদি রোজাদারকে গালাগাল করে অথবা তার সাথে ঝগড়া-বিবাদ করতে আসে, তখন সে যেন বলে, আমি রোজাদার।’ -বিশ্বনবী রাসূলুল্লাহ (সা.)। তিনি আরো বলেছেন, ‘যে ব্যক্তি আমার সুন্নাহের প্রতি বিমুখ, সে আমার উম্মতভুক্ত নয়। ’ (বুখারি, হাদিস : ৪৭৭৬)। আর যে নাবীজির উম্মত নয়; সে কিসের মুসলিম?
আফগানের ওপর পাকিস্তানী পিশাচদের বর্বরোচিত হামলায় আফগানের নিরস্ত্র নারী ও শিশুদের নিহতের ঘটনায় আমরা জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
এহেন নামধারি বেইমান বেদ্দ্বীন রক্তপিপাসু পিশাচদের শাসনাধীন থেকে আমাদেরকে মুক্ত ও স্বাধীন করে গেছেন বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহযোদ্ধাদের প্রতি আবারো বিনীত সালাম ও শ্রদ্ধা জানাই।