যশোরের বেনাপোলে এক প্রবীণ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একইসঙ্গে তিনিসহ তার পরিবারের চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল পৌর এলাকার কাগজপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। ওই আওয়ামী লীগ নেতার নাম মগর আলী (৬৪)। তিনি বেনাপোল পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিস্তারিত
লক্ষ্মীপুর শহরের স্টেডিয়াম এলাকায় পারিবারিক বিরোধ ও পরকীয়ার জের ধরে সাবেক স্ত্রী শহর বানুকে গলা কেটে হত্যা করেছে সাবেক স্বামী খোকন আলী শেখ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ঘাতক সাবেক স্বামী খোকন আলী শেখকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্তারিত
লক্ষীপুরের সদর থানার ঝুমুর মোড়ে জেলা প্রশাসকের অফিসের সামনে পারিশ্রমিক না পেয়ে ইকোনো সার্ভিসের বাসের সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনকে রড পিটিয়ে হত্যা করেছেন বাসটির চালকের সহকারী মো.ইউসুফ। এ ঘটনায় অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রবিবার বেলা ১১টার দিকে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তাধর। বিস্তারিত
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আলতাফ বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার দুপুর ১ টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি উপজেলার বেড়-বিন্নি গ্রামের মৃত নকিম বিশ্বাসের ছেলে। বিস্তারিত
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বপন (৪০) নামে এক ইজিবাইক চালক খুনের খবর পাওয়া গিয়েছে। ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম জানান, ভোর ৫টার দিকে পুলিশের ৯৯৯ নম্বর থেকে থানার ডিউটি অফিসার জানতে পারেন একটি লাশ ভৈরবের মিরারচর এলাকায় পড়ে আছে। ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে রাস্তায় লাশের পাশে একটি ইজিবাইক দেখতে পায়। (এনএনসি)
বগুড়ার শিবগঞ্জ থানার এস আই নাসির জানান, খেউনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দোকানঘর নিয়ে দুই গ্রুপের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে রবিবার দুপুরে সংঘর্ষ হয়। এতে বুলু গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন বুলুর মৃত্যু হয়। (এনএনসি)