বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে প্রাণ গেছে ভাতিজা মানিক শাহ (৪০) নামের এক যুবকের। শুক্রবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নন্দীগ্রাম থানার কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি জানিয়েছেন। বিস্তারিত
সাতক্ষীরার কালিগঞ্জে অর্থ ও সম্পত্তিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বৃদ্ধা মাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত আম্বিয়া খাতুনের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান শিমুল (৪৫) শনিবার (৯ এপ্রিল) ভোরে আম্বিয়া খাতুনের রক্তাক্ত মৃতদেহ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি। বিস্তারিত
এনএনসির সংবাদ বিশ্লেষণঃ পুত্র দেলোয়ার ও পুত্রবধু মাকসুদা বেগমের বেদম মারপিটে পয়ষট্টির বৃদ্ধ মাকে মাদারিপুর হাসপাতালের বেডে কাতরাচ্ছে ৩ এপ্রিল ২০২২ তারিখ থেকে। তার ঠিক ১ সপ্তাহের মধ্যে ৮ এপ্রিল শুক্রবার রাত ১০টায় ৩ছেলের মারধরে জখম শরীরে আশির বৃদ্ধ মাকে বগুড়া শহরের কলোনী তাজমা সিরামিক ফ্যাক্টরির সামনে থেকে উদ্ধার করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল।
একই দিনে শুধু চাচার হাতে ভাতিজার খুন নয়; সন্তানের হাতে মায়ের খুনের খবরে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির গবেষণা বিভাগের সবাই স্তব্ধ হয়ে যায়। শিক্ষা ও সভ্যতার স্বর্ণযুগে মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশে সচেতন মহলে নানা দুঃশ্চিন্তা ও সিদ্ধান্তহীনতা পরিলক্ষিত হচ্ছে। করোনাকালীন গৃহবন্দিদশার প্রায় ২ বছর পরে কেবল নতুন প্রজন্মের মধ্যেই নৈতিকতার অবক্ষয় পরিলক্ষিত হচ্ছেনা; বড়দের মধ্যেও বিপজ্জনক আচার আচরণ প্রকাশ পাচ্ছে।
সামান্য অর্থবিত্তের মূল্যের কাছে সুমধুর সম্পর্ক তুচ্ছজ্ঞান করা হচ্ছে। বড়দের ওপর খড়গ চালাতে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। আর বৃদ্ধ বৃদ্ধাদের মার খেতে হচ্ছে যুবক যুবতীদের হাতে।
বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে না নিলে শুধু সরকারকেই নয়; জনসাধারণকে চরম খেসারত দিতে হবে বলে আশঙ্কা সচেতন মহলের।
“নিষ্ঠুরতা করতে রোধ; জাগিয়ে তোলো বিবেকবোধ”-এনএনসি