মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমড়াখালী গ্রামে সম্পত্তি লিখে দেওয়ার পরও ছেলে-পুত্রবধূর অত্যাচার থেকে রক্ষা পাননি ৬৫ বছর বয়সী বৃদ্ধা মা। মাসে ভরণ-পোষণের মাত্র আড়াই হাজার টাকা চাওয়ায় তাকে দিনভর পেটানোর পর অচেতন অবস্থায় ফেলে রেখে গেছে হাসপাতালের বারান্দায়।
এ ঘটনায় অভিযুক্ত দুইজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। বিষয়টি অমানবিক উল্লেখ করে পুলিশ সুপার জানান, দোষীদের বিরুদ্ধে নেয়া হবে আইনি ব্যবস্থা।
বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, যে বয়সে সন্তান আর নাতি- নাতনির সঙ্গে সুখের সময় কাটানোর কথা। সেই বয়সে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতড়াচ্ছেন ৬৫ বছর বয়সী সার্থকবান বিবি। বিস্তারিত
ফের বগুড়ার গাবতলী উপজেলার সুখান পুকুর এলাকার তিওরগ্রামের আশির বুড়ি মাকে মারপিট করে ঘর থেকে বের দিয়েছে ছেলেরা।
শুক্রবার রাতে দেখা যায়, মা গুলজান কলোনী তাজমা সিরামিকের সামনে যাত্রী ছাউনীতে বসে আছেন। সাথে একটি ব্যাগ। ব্যাগে কিছু জিনিসপত্র। তার চারপাশে লোকজনের ভিড়। বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সমর পাল কথা বলছেন তার সাথে। শরীরের নির্যাতনের চিহ্ন।
নির্যাতিত মা গুলজানের সাথে কথা হয়। তিনি জানান, স্বামী মারা গেছেন অনেক আগে। তিন ছেলে হযরত আলী, হোসেন আলী, মোহাম্মদ আলী ও এক মেয়ের বিয়ে হয়েছে। বাড়িতে ঠিকভাবে ছেলেরা খেতে দেয় না, যত্ন করে না। ছেলেরা পেশায় সংসারী কাজ করে। বেঁচে থাকার তাগিদে নানা জায়গায় তিনি ভিক্ষা করেন।
ভিক্ষা করে পাওয়া চাল ও টাকা দিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু তার ছেলেদের ভিক্ষা করা পছন্দ না। তাই তারা তাকে মারপিট করেছে। শরীরে চিহ্ন রয়েছে। ভাল ভাবে খেতেও দেয় না, ভিক্ষাও করতে দেয় না। এমতাবস্থায় তাকে গত দুদিন আগে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলেরা। বিস্তারিত