মাদারীপুরের শিবচর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম আয়শা বেগম (৩০)। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত
মুন্সীগঞ্জের চরাঞ্চলে নিজাম নামের এক আলু পাহারাদারকে গুলি করে হত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সুমারঢালীকান্দি গ্রামে।
আজ মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়। নিজাম সুমারঢালীকান্দি গ্রামের জমিতে রাতে আলু পাহাড়া দেয়ার সময়ই তাকে ঘাতকরারা গুলি করে হত্যা করে বলে জানা যায়। বিস্তারিত
বরিশালে মুলাদিতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মো. মনিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহত মরিয়মের পরিবার। তবে এখন পর্যন্ত মনিরকে আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম (২৪) উপজেলার গাছুয়া গ্রামের মো. মনিরের স্ত্রী। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। বিস্তারিত