রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মেলা স্থলে এসে শেষ হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় কৃষি প্রযুক্তি মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোওয়ার লিটন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মমিনুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি টি.এম কামরুজ্জামান লাবু, নার্সারী মালিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অনিতা রানী দাস। আরো উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ মেলার সকল স্টল পরিদর্শন করেন।