সম্প্রতি জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনএপি) আওতায় ‘ফ্রন্টিয়ারস ২০২: নয়েজ, ব্লেজেস অ্যান্ড মিসম্যাচেস’ শীর্ষক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বে শব্দ দূষণের প্রথমস্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দ্বিতীয় স্থানে ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদ এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের ইসলামাবাদ।
আর তালিকার শীর্ষ ৫ শহরের মধ্যে রাজশাহী চতুর্থ এবং ভিয়েতনামের হো চি মিন সিটি পঞ্চম। অর্থাৎ শব্দ দূষণে শীর্ষ ৫ শহরের মধ্যে ৪টিই দক্ষিণ এশিয়ার। বিস্তারিত
ঢাকার রাস্তায় নামলে গাড়ির ইঞ্জিনের হরেক রকম শব্দের মধ্যে যখন অটোরিক্সার ভেপু থেকে শুরু করে দ্বিতল বাসের ভেপু বাজায় তখন শুধু শ্রবণ শক্তিতে আঘাত নয়; কলিজায় আঘাত লাগে।
ঢাকার অলিগলিতে মুরগী ওয়ালা আর তরকারি ওয়ালাদের হাক ডাকেও অসহ্য অবস্থা সৃষ্টি হয়। তার ওপরে মলম বিক্রেতাও ব্যবহার করে হ্যান্ড মাইকসহ বিকট আওয়াজ তোলার যন্ত্র। সপ্তাহের প্রায়দিনে ক্লিনিক হাসপাতাল ডাক্তারদের প্রচারণা মাইকের আওয়াজ এখন সহ্যেরসীমা অতিক্রম করেছে। বিয়ের অনুষ্ঠান ছাড়াও ডিজেপ্রিয় কিশোর যুবকদের সুপার সাউন্ডের 1/2 পেয়ারের আওয়াজে ঘুম হারাম ঢাকার বিভিন্ন পাড়া মহল্লায়। মহল্লায় নির্মাণ কাজে ব্যবহৃত সয়েল টেস্ট ও ইটভাঙা মেশিনের আওয়াজে শত আপত্তি অগ্রাহ্য।
মসজিদের শহর ঢাকা। ওয়াজ মাহফিল আর আযানে চাই গগণ বিদারী আওয়াজ। আওয়াজ যত প্রকট হবে ওয়াজ মাহফিল আর আযানের মর্যাদা তত আল্লাহর আরশে পৌছে যাবে। এই ধারণায় গড়ে ওঠা মসজিদগুলো ৫ ওয়াক্তের সময় যা করে; তাতে মরা মানুষও নড়েচড়ে ওঠে। সদ্যজাত শিশুর কান্না তীব্রতর হয়ে ওঠে আতঙ্কে।
১০০ ডেসিবেল মাত্রার শব্দ মানুষকে স্থায়ী ভাবে বধির করে দেয়। সূত্র
এনএনসির গবেষণা পূর্বক সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছিল যে, প্রতিটি এলাকায় একটি কেন্দ্রীয় মসজিদ ঘোষণা করে বাকি মসজিদগুলোকে কিছু নির্দেশনায় চলার ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। প্রতিটি কেন্দ্রীয় মসজিদের মাইকের আওয়াজ যতদূর যাবে তারমধ্যে অন্যকোনো মসজিদে বিকট আওয়াজের মাইক ব্যবহার করা যাবেনা। মসজিদের অভ্যন্তরে মাইক/ সাউন্ডবক্স চলতে পারে কিন্তু প্রতি ওয়াক্তে একই সময়ে অগণিত আওয়াজ তুলে আল্লাহকে খুশি করার প্রবণতা পরিহার করতে হবে।
পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমের শিথিলতায় এনএনসি অসন্তোষ প্রকাশ করে সরকারের কাছে বিনয়ের সাথে এ দপ্তরের কল্যাণমূখী পদক্ষেপ বাস্তবায়নের জন্য অনুরোধ করে আলহাজ্ব মাসুম বিল্লাহ। ঢাকার শব্দ দূষণে নতুন প্রজন্মের কানে কানে হিয়ারিং সাপোর্ট নেওয়া থেকে বাঁচানোর আবেদন জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ও সংগ্রহ বার্তা পরিবারের সকলের।