বগুড়ার ধুনটে একটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্যের লাশ পড়ে ছিল ইটভাটার পাশে। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। গত বছরের ২২ সেপ্টেম্বর ওই হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়, বগুড়ার মানুষ জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার করার দাবিতে নানা কর্মসূচিও পালন করে। ঘটনার ছয় মাস পর জানা গেল, খুনের আগে ধর্ষণের শিকার হন ওই নারী জনপ্রতিনিধি। পাশবিকতার তথ্য ধামাচাপা দিতে তাকে খুন করা হয়েছিল।
র্যাব সদস্যরা গত বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ থেকে ওই হত্যাকাণ্ডে জড়িত আব্দুল লতিফ শেখকে (৬০) গ্রেপ্তার করে। এর পরই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয় বলে জানিয়েছে র্যাব। লতিফের বাড়িও বগুড়ার ধুনটে। বিস্তারিত