২৩ মার্চ রাত ১১টায় বংশাল থানাধীন দ্বীন সুপার মার্কেটের সামনে আব্দুল হাই (৫৩)’র কাছ থেকে মোবাইল ছিনতাইকালে স্থানীয় জনসাধারণ মোঃ সুমন (২৫) ও মোঃ জুয়েল (২০) দুইজন ছিনতাইকারিকে আটক করে বংশাল থানায় জানালে তাদেরকে গ্রেফতার করে হাজতখানায় দেহ তল্লাশিকালে সুমনের কাছে লুকিয়ে রাখা সুইচ গিয়ার চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পুলিশ সদস্য মোঃ নজরুল, মোঃ তাজুল ইসলাম, সাজিব খাঁনকে আহত করে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
থানাসূত্রে জানা যায় যে, ইতিমধ্যে আসামীদের বিরুদ্ধে মোবাইল ফোন ছিনতাইয়ের মামলা ও পুলিশের সরকারী কাজে বাঁধাদান, বল প্রয়োগপূর্বক আক্রমন করতঃ ধারালো সুইস গিয়ার/চাকু দ্বারা হত্যার উদ্দেশ্যে আঘাত করার দায়ে পৃথক মামলা রুজু করা হয়েছে।