গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি নাইজেরীয় এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত হাজতির নাম ছিদিম্মা এবেলফ (২৬)। তিনি ঢাকার রূপগঞ্জ এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। বিস্তারিত যমুনা.টিভিতে
অন্যদিকে নাটোর জেলা কারগারে এক রাতে ২ জন কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ৮টার দিকে ওসমান শেখ ও আজ শুক্রবার ভোরে আনছার শেখ নামে দুজন কয়েদি মারা গেছেন।
তাদের মধ্যে আনছার শেখ ছিলেন হত্যা মামলায় দণ্ড পাওয়া আসামি এবং ওসমান শেখ মাদক মামলার আসামি।
নাটোর জেলা কারাগারের জেলার মো. আবু তালেব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বৃহস্পতিবার দিনগত রাতে ওসমান শেখ নামে মাদক মামলার এক কয়েদির মৃত্যু হয়েছে। রাত ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ওসমান শেখ নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের নুরু শেখের ছেলে। চলতি মাসের ১৪ তারিখে মাদকগ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে তার সাজা হয়।’ বিস্তারিত ডেইলিস্টারে