ঠাট্টা রসে বলতে তুমি ধৈর্য তোমার কম,
ভাগতে তুমি মওলানা আজাদ সোবহানীর আলোচনায় থেকে কিছুক্ষণ।
বলতে তুমি বন্ধু মহলে, পণ্ডিত হও তোমরা,
হাতে অনেক কাজ আছে যে তাই তো তোমার তাড়া।
পাকিস্তান’ আনাই ছিল তোমার ধ্যান,
অন্য কিছু ভাবনা ছিল অল্পই তোমার জ্ঞান।
হাশিম সাহেব দেখতেন তখন চোখে কম,
পেছন থেকে ভাগলেও তুমি মারতে না কোনো বোম!
হাস্যরসে বলতে তুমি পারতে যদি চোখে দেখতে হাশিম,
তাইলে তোমায় জিজ্ঞেস করতো,
কি হে , হয়েছিল তোমায় সেদিন? উত্তর দিতে,
কি করবো ছিল যে অনেক কাজ,
কাজ তো থাকতোই তোমার,
নিয়ে ছাত্রদের সাজ। এভাবেই রসে থাকতে চিরঞ্জীব,
তিনিই আমাদের শেখ মুজিব।
-কবি আফরোজা নাইচ রিমা
সিনিয়র ইনফরমেশন অফিসার
পিআইডি, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।