গতকাল ১২ মার্চ পুষ্পধারা প্রপার্টিজ লিঃ দিনব্যাপি বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের ১ম পর্বে ৪টি বিশাল বাসযোগে পুষ্পধারা প্রোপার্টিজ পরিদর্শন ও সেখানে রঙিন সাজানো মঞ্চে মঞ্চস্থ হয় নানা মনোমুগ্ধ আয়োজন। সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। তারপর মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান হয়। সালমা উশু একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা ও গুণিজনদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে কোম্পানীর অন্যতম ডাইরেক্টর মো. হাসিবুল হক মামুন ১ম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ।
৪টি ট্রলারের বহরে দীর্ঘ ও অসাধারণ নির্মিত পদ্মাসেতু খুব কাছ থেকে পর্যবেক্ষণ শেষে তার অদূরে পদ্মার চরে শুরু হয় ২য় পর্বের আরো আকর্ষণীয় নানা আয়োজন। নেচে গেয়ে আর পুরস্কারপ্রাপ্তিতে শিশু কিশোর তরুণ তরুণী যুবক বৃদ্ধ কারো আর হাসিখুশীর কমতি ছিলনা। উশু একাডেমির খেলোয়াড়দের বাদ্যের তালে ক্রীড়া কসরৎ সবাইকে বিমোহিত করে তোলে।
আরো বেশি আনন্দের ইভেন্ট ছিল র্যফেল ড্র। মুহুর্মুহু হাসি আর উল্লাসে নির্জন চরে নতুন এক আনন্দের জগৎ সৃষ্টি হয়েছিল। আর সে অনুষ্ঠানটির মনোমুগ্ধ উপস্থাপনায় ছিলেন পুষ্পধারা প্রপার্টিজ লিঃএর ডাইরেক্টর মো. হাসিবুল হক মামুন।