সম্প্রতি বাংলাদেশে সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম বাড়ায় চরম বাজে অবস্থায় পড়েছেন নিম্ন আয়ের লোকজন।
এদিকে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দ্রব্যমূল্য কিছু বাড়লেও নিম্নবিত্তদের ক্রয়ক্ষমতা তিনগুণ বেড়েছে।
কিন্তু রাজধানী ভাটারার একটি রিকশা গ্যারেজের মিস্ত্রী হারুন জানান, তিনি দিনে ৩০০-৫০০টাকা আয় করেন – তা দিয়ে সংসার চলছে না তার।
তার বাসায় গিয়ে দেখা যায়, তার স্ত্রী চম্পা আকতার লাউ শাক রান্না করছেন যেটি ছিল সেদিনের জন্য তার চার সদস্যের পরিবারের দুপুর এবং রাতের খাবারের তরকারি। বিস্তারিত বিবিসি বাংলায়