রাশিয়া উন্নত শক্তিশালী দেশ। ইউক্রেনকে দখল করতে তিনদিন সময় যথেষ্ট । প্রশ্ন হচ্ছে তাহলে করেনি কেন ?? কারন রাশিয়া জানে ইউক্রেনে হামলা করলে ইউরোপ ইউনিয়ন, চাপে ফেলবে সেটা কতটা হতে পারে সেটাই তারা দেখতে চাইছে। তবে রাশিয়া যেরকম ভাবছিল তার চেয়ে তিনগুণ বেশী চাপে রাখছে ইউরোপ ইউনিয়ন রাশিয়াকে।
যুদ্ধটা আসলে হচ্ছে এখন প্রযুক্তিগত। বিশেষ করে সুইফটের কারনে ব্যাংকিং ব্যবসা- বানিজ্য রাশিয়ার প্রচন্ড রকম ক্ষতি হচ্ছে। বিমান চলাচল মানা। সবাই দেখছে ইউক্রেনে কি হচ্ছে কিন্তু ক্ষতি হচ্ছে ব্যবসা বানিজ্যে। শুধু চীন ছাড়া আর কোন দেশের সাথে এ মুহূর্তে জোড়ালো কোন কার্যক্রম নাই। যা আছে নামে মাত্র।
বিশ্বের ধনীদের কাতারে আছে রাশিয়ার ২ জন ব্যবসায়ী। ১) ওলেগ ডেরিপাস্কা ও ২) মিখাইল ফ্রিডম্যান। ব্যবসায়ী ধনকুবের ওলেগ ডেরিপাস্কা রাশিয়াকে বলেন, যুদ্ধ নয়, শান্তি গুরুত্বপূর্ণ। যুদ্ধ থেকে সরে আসুন। আর রাশিয়ার অন্যতম ধনী ব্যক্তি ফ্রিডম্যান বৃহত্তম বেসরকারি ব্যাংক আলফা ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনিও ‘রক্তপাত’ বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধ কখনোই প্রতিপক্ষের উত্তর হতে পারে না। তাদের ব্যবসায় ধস নেমেছে। এটাই স্বাভাবিক । কারন সারা বিশ্বে তাদের বিজনেস। এখন সুইফট সীমিত করার কারনে অন্যান্য দেশ সাথে তারা ঝামেলায় পড়েছে। অন্য ব্যাংকিং ব্যবস্থায় ব্যবসা করলে তাদের লাভের চেয়ে লস হবার সম্ভবনা বেশী । রাশিয়ার দুই ধনকুবের প্রেসিডেন্ট পুতিনকে আহবান করছে যুদ্ধ বন্ধ করতে। আর ইউক্রেন দখলে নিলেও যে লাভ হবে তারচেয়ে এখন তাদের ক্ষতি হচ্ছে বেশী। সেটা অর্থনৈতিকভাবে। এই অর্থনৈতিক ক্ষতিটা এমনে চোখে দেখা যাচ্ছে না। কিন্তু হিসাবের খাতা টান দিলে দেখা যাবে মিলিয়ন মিলিয়ন ডলার লস। যা ইউক্রেনের হামলার চেয়ে তিনগুন বেশী। সহজভাবে যদি বলি, মনে করুন বাজারে দশটা দোকান আছে আপনি তাদের সাথে ব্যবসা করেন।এখন আটজন আপনাকে না করে দিল ,দুইজন সাথে থাকলে তাহলে বুঝবেন কি পরিমান লস হবে। আর রাশিয়ার এই অর্থনৈতিক ধসে লাভ হবে চীন আর আমেরিকা। এটাই তারা চেয়েছিল। দেখবেন আমেরিকা বা ইউরোপ ইউনিয়ন অত জোরালো ভাবে এখন আর সামনে যাবে না।
সবার মনযোগ এখন ইউক্রেনে , কিন্তু ওই দিকে ব্যবসার অবস্থা যে ধস নামছে সেটা সাধারন মানুষ বুঝবে না। আর রাশিয়া ও বুঝতে দিতে চাইবে না। এটাই হল রাজনীতি। আসলে অস্ত্র দিয়ে যুদ্ধ করলে সবাই দেখে ,কিন্তু প্রযুক্তিগত ব্যবসা-বানিজ্যের যুদ্ধটা চোখে দেখা যায় না,কিন্তু ক্ষতি হয় দশগুন। আর বর্তমান বিশ্বে উন্নত রাষ্ট্রে প্রায় সব ব্যবসাই প্রযুক্তির মাধ্যমে। তবে যে মানুষগুলো মারা গেছে তাদের জন্য খারাপ লাগছে।
এম আর ফারজানা
নিউজার্সি থেকে।