ফিলিস্তিনে আগুন দেখে
বলেছিলে, ঠিক।
নিজেই এখন জ্বলেপুড়ে
কাঁদছো কেন, ধিক!
শিশুর ঢিলে হেঁকেছিলে-
সন্ত্রাসী নির্বোধ,
তোমরা এখন বলছো কেন
বীরের প্রতিরোধ?
ভাঁড়টা ছিলে ভালোই ছিলে
সাজতে গেলে ধূর্ত,
আম তো গেল, ছালাও যাবে;
আমরিকা বেশ দূর তো!
নেকড়ে মামার মুখে বসে
ভেবেছো খুব সেয়ানা!
শেয়াল তোমার শুনছে না ডাক
চতুর বন্ধু হায়েনা।
পুতিন বলো, জোসেফ বলো,
শোনো জেলেনস্কি-
রাসপুতিনের শিষ্য তোমরা
সব শালারাই রিস্কি!