কোভিড-19 অদৃশ্য যুদ্ধে ৩০ লক্ষাধিক প্রাণহানীর বেদনাশ্রু মুছে যেতে না যেতে যারা বিশ্ববাসীর সামনে লাশ ফেলছে তাদেরকে কি করে সভ্য বলবেন?
কচ্ছপের নির্বুদ্ধিতার মধ্যবয়সেই মানুষের বুদ্ধির ঘটি বাটি গুছিয়ে বিশ্ব থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। বিশ্ব ইতিহাসের আদিম ভয়ঙ্কর রূপ ও দানবীয় আচরণের আমূল পরিবর্তনের স্বর্ণযুগে এসেও আমরা কি দেখছি এই বিশ্বে? মানব সভ্যতার লেবাস আর আকর্ষনীয় রূপচর্চার আড়ালে ধ্বংসাত্মক কুপ্রবৃত্তি চর্চা চলমান তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল রাশিয়া। এই ভুখন্ডে কোনো বিবেকবানের জন্ম হয়নি বলে ধারণা সকলের। বিবেক বর্জিত জাতি ধ্বংসশীল বিশ্বকে আরো দ্রুত পতনের দোরগোড়ায় পৌছে দিচ্ছে।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ব্যস্ত আর উন্নয়নে ন্যস্ত কল্যাণ সংঘ/ সংস্থা আর মানবাধিকারে সোচ্চার বন্ধুরা কোথায়? ধ্বংসাত্মক কর্মকান্ডের ৩দিন অতিবাহিত। দুই পক্ষের প্রাণ ঝরে পড়ছে পথে ঘাটে। বাড়িঘর লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যাচ্ছে। মা ও শিশুদের অসহায় আর্তনাদ বিশ্বনেতৃবৃন্দের কারো কানে যায়না। আসলে আমরা যাদেরকে বিশ্ব নেতার আসনে বসিয়েছি; তারা এতটাই ইতর শ্রেণির যে তাদের ভিতরের রূপটা কেউ ভোটের আগে দেখলে বুটের লাথির চোটে ছিটকে পড়তে হতো রাজনীতি থেকে।
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিনিয়ত কাজ করে যাওয়া লোকদের কর্মসূচি শুধু ৫৬ হাজার বর্গমাইলে সীমাবদ্ধ থাকছেনা। দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বে আমাদের বাংলাদেশিদের সৃষ্টিশীল কার্যক্রম দারুণভাবে ব্যহত হচ্ছে এই ধ্বংসশীল নীতি নির্ধারনীতে। আমরা জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণের পক্ষ থেকে যুদ্ধবাজদের বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদ জানাই।
এখনো করোনার কবল থেকে মাস্কে মুখ ঢাকা থেকে উন্মুক্ত হতে সচেষ্ট জাতি হিসেবে আমরা বাংলাদেশি সৃষ্টি সুখের উল্লাসে বাঁচতে চাই। কচ্ছপের অর্ধেক বয়সেই বিদায় আমরা নিশ্চিত জানি তব উপভোগ আর আনন্দময় জীবন থেকে বঞ্চিত হতে চাইনা। চাইনা দেখতে রক্তপাত, হানাহানি, সন্ত্রাসী, হিংসাত্মক আর ধ্বংসাত্মক কর্মকান্ড। হে বিশ্বনেতৃত্বদানকারিগণ, জ্ঞানবিজ্ঞানের উৎকর্ষতায় এগিয়ে চলা এই বিশ্বকে ফের আদিম অসভ্যযুগে ফিরে যেতে দিওনা। দিওনা দুনিয়াকে ধ্বংসের দারপ্রান্তে ঠেলে দিতে।
-মাসুম বিল্লাহ, প্রেসিডেন্ট, জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ও সম্পাদক, সংগ্রহ বার্তা
How can you call those who are throwing corpses in front of the world civilized before the tears of more than 3 million lives are lost in the invisible war of Covid-19?
In the middle age of the stupidity of the tortoise, human beings have to go away from the world by packing their bowls. What do we see in this world, even in the golden age of the radical transformation of primitive horrible forms and monstrous behavior in world history? Russia has set a shining example of destructive evil in the guise of human civilization. Everyone thinks that no conscientious person was born in this land. A nation without conscience is on the brink of a more destructive world.
Where are the welfare organizations and human rights activists engaged in establishing world peace and development? 3 days of destructive activities have passed. The lives of both sides are falling on the road. The house is being burnt down in the flames of Lelihan. The helpless cries of mothers and children do not reach the ears of world leaders. In fact those whom we have placed in the seat of world leaders; They are so vile class that if anyone saw their inner appearance before the vote, they would be kicked out of politics.
The program of the people who are constantly working in the belief of building a humane Bangladesh is not limited to only 56 thousand square miles. Beyond the borders of the country, the creative activities of our Bangladeshis abroad are being severely hampered in this destructive policy making. We, the national news agency NNC, on behalf of the peace-loving people of Bangladesh, condemn and protest against the warlords.
Yet as a nation trying to free itself from the clutches of the corona, we want to live in the joy of Bangladeshi creation. Farewell to the tortoise at half age, we know for sure, but do not want to be deprived of enjoyment and happy life. China sees bloodshed, violence, terrorist, violent and destructive activities. O world leaders, don’t let this world, which is advancing in the science of knowledge, go back to the primitive barbaric age. Diona to push the world to the brink of destruction.
-Masum Billah, President, National News Collection NNC and Editor, Sangraha Barta
Covid-19 كيف يمكنك أن تسمي أولئك الذين يلقون الجثث أمام العالم متحضرين قبل أن تضيع دموع أكثر من 3 ملايين شخص في الحرب الخفية لـ
في منتصف عمر غباء السلحفاة ، يتعين على البشر الابتعاد عن العالم بتعبئة أوانيهم. ماذا نراه في هذا العالم ، حتى في العصر الذهبي للتحول الجذري للأشكال البدائية الرهيبة والسلوك الوحشي في تاريخ العالم؟ لقد أرست روسيا نموذجًا ساطعًا للشر المدمر تحت ستار الحضارة الإنسانية. يعتقد الجميع أنه لم يولد أي شخص ضميري في هذه الأرض. أمة بلا ضمير على شفا عالم أكثر تدميرا.
أين منظمات / منظمات الرفاه ونشطاء حقوق الإنسان يشاركون في إرساء السلام والتنمية في العالم؟ لقد مرت 3 أيام من الأنشطة المدمرة. حياة الطرفين تتساقط على الطريق. المنزل يحترق في نيران ليلهان. صرخات الأمهات والأطفال اليائسة لا تصل إلى آذان قادة العالم. في الواقع أولئك الذين وضعناهم في مقاعد زعماء العالم ؛ إنهم طبقة حقيرة لدرجة أنه إذا رأى أي شخص مظهرهم الداخلي قبل التصويت ، فسيتم طردهم من السياسة.
إن برنامج الأشخاص الذين يعملون باستمرار إيمانًا ببناء بنغلاديش إنسانية لا يقتصر على 56 ألف ميل مربع فقط. خارج حدود البلاد ، يتم إعاقة الأنشطة الإبداعية لبنغلاديشيين في الخارج في هذه السياسة المدمرة. نحن ، وكالة الأنباء الوطنية NNC ، نيابة عن شعب بنغلاديش المحب للسلام ، ندين ونحتج على أمراء الحرب.
ومع ذلك ، كأمة تحاول تحرير نفسها من براثن الهالة ، نريد أن نعيش في بهجة الإبداع البنغلاديشي. وداعًا للسلحفاة في نصف العمر ، نعلم يقينًا ، لكن لا نريد أن نحرم من الاستمتاع والحياة السعيدة. ترى الصين إراقة الدماء والعنف والأنشطة الإرهابية والعنيفة والمدمرة. أيها قادة العالم ، لا تدعوا هذا العالم ، الذي يتقدم في علم المعرفة ، يعود إلى العصر البربري البدائي. ديونا تدفع العالم إلى حافة الدمار.
– معصوم بالله ، رئيس وكالة الأنباء الوطنية NNC ومحرر رسالة المجموعة