মাননীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সার্বিক সহযোগিতায় তার নির্বাচনী এলাকা ঢাকা ৯ আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে বিকশিত করার মাধ্যমে সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ উশু ফেডারেশনের তত্ত্বাবধানে ও সালমা উশু একাডেমির সহযোগিতায় নিয়মিত উশু প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। যার ফলে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীরা ইতোমধ্যেই বাংলাদেশ উশু ফেডারেশন কর্তৃক আয়োজিত বিজয় দিবস বঙ্গবন্ধু ক্লাব কাপ উশু প্রতিযোগিতা – ২০২১ এবং বঙ্গবন্ধু ১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশীপ – ২০২১ এ অংশগ্রহণ করে অধিকসংখ্যক স্বর্ণ, রৌপ ও তাম্র পদক অর্জন করেছে যা অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তাই পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের আজকের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, IPU এর অনারারী প্রেসিডেন্ট, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা ৯ আসনের অভিভাবক, ঢাকা ৯ আসনের উন্নয়নের রূপকার জননেতা সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি মোঃ দুলাল হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ উশু ফেডারেশন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শারমিন সুলতানা সালমা, সভাপতি, সালমা উশু একাডেমি এবং সদস্য সচিব- উশু নারী উন্নয়ন কমিটি। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, মুগদা থানা আওয়ামী লীগ এর সভাপতি শামীম আল মামুন, মুগদা থানা আওয়ামী লীগ এর সংগ্রামী সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন বাহার, মুগদাথানা আওয়ামী লীগ এর নিউক্লিয়াস ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, দল ও কর্মী ও জনবান্ধব নেতা গোলাম কিবরয়িা খান রাজা। ৭১নং ওয়ার্ডের কাউন্সিলর খাইরুল জামান, ৭২নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম শামীম, মুগদাথানা ৬নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক অরোণ্য আজাদ, সাবেক সফল যুবলীগ এর সভাপতি মহিউদ্দিন আজাদ, মুগদাথানা চৌকস অফিসার ইনর্চাজ, মানবিক পুলিশ কর্মকর্তা জামাল উদ্দিন মীর উপস্থিত ছিলেন। এইছাড়াও থানা ও ওয়ার্ডের আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ পাশাপাশি মুগদা থানা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন এর সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -এনএনসি