বিশ্বে সাহিত্য সংস্কৃতি ও চলচ্চিত্রে এগিয়ে থাকা ভারতের বিশ্ববিখ্যাত তিনজন সংগীত শিল্পীর বিদায় জানাল বিশ্ব। বিশ্ব সংগীতাঙ্গণ শোকে মুহ্যমান। এমন অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে ভারতকে বহুদিন অপেক্ষা করতে হবে। সুরের রাজা ও রাণীদের এমন বিদায় মেনে নিতে পারছেনা কেউ। ভারত উপমাহদেশের সীমানা ছাড়িয়ে যাদের সুর তরঙ্গ বিশ্বের সর্বত্রই ছড়িয়ে পড়েছিল। সংগীতকে ব্যথিত হৃদয়ের অতুলনীয় ওষুধ হিসেবে স্বীকৃত। সুরের ভূবনে প্রবেশকারিদের প্রাণে প্রেমের দোলা লাগে। প্রাণে বাঁচার আগ্রহ জন্মে। আত্মহত্যা থেকে ফিরে আসতেও সাহায্য করে যে সুর। সেই মোহিত সুরের সাধকদের একসঙ্গে বিদায় জানাতে এবিশ্ব কখনোই প্রস্তুত ছিলনা।
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (এছাড়াও সন্ধ্যা মুখার্জী (৪ অক্টোবর ১৯৩১- ১৫ ফেব্রুয়ারি ২০২২) একজন ভারতীয় নেপথ্য গায়িকা এবং সংগীতশিল্পী, বাংলা সঙ্গীত বিশেষজ্ঞ। কলকাতায় জন্মগ্রহণকারী, তিনি ২০১১ সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ পান এবং ১৯৭০ সালে জয় জয়ন্তি এবং নিশিপদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বিস্তারিত
লতা মঙ্গেশকর लता मंगेशकर লতা মংগেশ্কর্; ২৮ সেপ্টেম্বর ১৯২৯ – ৬ ফেব্রুয়ারি ২০২২) ছিলেন ভারতের একজন স্বনামধন্য গায়িকা। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা দশ হাজারেরও বেশি। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। তিনি ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বিস্তারিত
অলোকেশ বাপ্পি লাহিড়ি (২৭ নভেম্বর ১৯৫২ – ১৫ ফেব্রুয়ারি ২০২২) হিন্দী চলচ্চিত্র শিল্প-সহ বাংলা গানের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে ভারতীয় উপমহাদেশে পরিচিত ব্যক্তিত্ব। এছাড়াও, সঙ্গীত জগতে তিনি বাপ্পী-দা নামেও সমধিক পরিচিত। তিনি নিজের লিখিত অনেকগুলো গান স্বকণ্ঠে ধারণ করেছেন। ১৯৮০’র দশকের চলচ্চিত্র বিশেষ করে ডিস্কো ড্যান্সার, নমক হালাল এবং শরাবী’র ন্যায় বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে তিনি সমাদৃত হন। বিস্তারিত
বিশ্ব সংগীতাঙ্গণের এই ৩ তারকার বিদায়ে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থ এনএনসি ও সংগ্রহ বার্তা পরিবার শোকাহত।