মুখবন্ধ সকল মানবিক, যোদ্ধা, প্রবল মনোবল, এবং সৃষ্টিশীল স্বকীয় ব্যক্তিত্বসম্পন্ন মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার”” মা ” বইটিতে সকল মা কে প্রকাশ করার চেষ্টা করেছি।একজন মা কীভাবে তাঁর সন্তানের জীবনের নিশ্চয়তা রক্ষার জন্য অপসংস্কৃতির নোংরা রাজনীতির কালো থাবা থেকে আগলে রাখে, কীভাবে একজন মা বীরাঙ্গনা হয়ে সন্তানের নিরাপদ জীবনের জন্য আগলে রাখার প্রচেষ্টা চালায়,কীভাবে একজন মা তার সন্তান কে রক্ষক নামক ভক্ষক এর কাছ থেকে নিজের ভালোবাসায় নিরাপত্তা দানে যুদ্ধ করে,কীভাবে মা তাঁর গায়ের রং এর বিবেচনায় নয়,মানুষ হিসেবে মেয়ে কে বিবেচনা করে নিজেকে প্রতিষ্ঠা করতে শেখায়,কীভাবে মা বাধ্য হয়ে পতিতা বৃত্তি করে সন্তানের জীবিকা নির্বাহ করেন,উচ্চ শিক্ষিত মায়েরা কীভাবে শিক্ষিত ও মুখোশধারী জীবন সংগীর প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করে জীবন কে চ্যালেন্জ হিসেবে গ্রহণ করে_ এরকম কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে শক্তি ও সৃষ্টির উৎস হিসেবে মা কে নিয়ে কথা বলার চেষ্টা করেছি,,সকল মা সফল শিক্ষক ও যোগ্য যোদ্ধা।
-এনএনসি