নিউজস্বাধীন বাংলা : তল্লায় অস্বাস্থ্যক ও নোংরা পরিবেশে পণ্য তৈরি করার অভিযোগে সদও উপজেলার ফতুল্লায় জিল্লু বেকারীর চারজনকে ২ লাখ টাকা জরিমানাসহ একজনকে ১ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার তল্লা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধিন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা ধার্য করে রায় দেন।
জরিমানা করা ব্যক্তিরা হলেন, পশ্চিম তল্লা এলাকার মফিজের ছেলে আলমগীর, তার ছোট ভাই জিল্লু, কর্মচারি ওমর ফারুক ও সোহরাব। তাদের মধ্যে আলমগীরকে জরিমানার পাশাপাশি এক মাসের জেল দেওয়া হয়েছে।
এর আগে বিকেল চারটার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সায়েম তার সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লার ওই বেকারীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে ৪ জনকে আটক করে।
ডিবি পুলিশের এসআই আবু সায়েম জানিয়েছেন, জিল্লু বেকারীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিলো। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পাই। এসময় এখান থেকে চারজনকে আটক করা হয়েছে। তবে পলাতক রয়েছে বেকারী মালিক নাঈম।
তিনি আরও জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দরকারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এরপরই সন্ধ্যার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন ওই বেকারীতে আসেন এবং ওই জেল ও জরিমানা করেন।