নিউজস্বাধীন বাংলা : পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, শারদীয় দূর্গা উৎসব দলমত নির্বিশেষে সকলেরই সব থেকে বড় উৎসব বলেই আমি মনে করি। যার কারণে এখানে স্বতঃস্ফুর্ত ভাবে সবাই অংশগ্রহণ করছে।
রোববার (৬ অক্টোবর) রাতে শহরের আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে ওই কথা বলেন তিনি। এসময় পুলিশ সুপার দর্শনার্থী, আয়োজকসহ সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি তিনি মন্ডপের নিরাপত্তা ব্যবস্থাও ঘুরে ঘুরে দেখেন।
পুলিশ সুপার বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দেশের সকল ক্ষেত্রের উন্নয়ন ঘটেছে বলেই আজকে মানুষ নির্বিঘেœ শারদীয় দূর্গা উৎসব পালন করছে। এরপরও যদি কোনো ব্যাত্যয় ঘটে তাহলে আমাদের জানাবেন। পুলিশ আছে এখানে সকলের নিরাপত্তার জন্য। আপনারাও চোখ কান খোলা রাখুন। নিজেরাও ভলেন্টিয়ার দিন।
এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ন‚রে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস সাহা, ডিআইও-টু সাজ্জাদ রোমন প্রমূখ।