শহর সংবাদদাতা: র্যাব-১১’র অধিনায়ক (সিইও) কর্ণেল কাজী শামসের উদ্দিন বলেছেন, প্রতি বছরের ন্যায় এ শারদীয় দূর্গোৎসব আমরা প্রত্যেকে সজাগ আছি, কোন ধরনের সমস্যা ইনশাল্লাহ্ হবেনা। যদি হয় তাহলে আমাদের জানাবেন, যাতে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি।
রবিবার (৬ অক্টোবর) সকালে শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা পরির্দশন শেষে তিনি গণমাধ্যমে এসব কথা বলেন।
এছাড়াও র্যাব-১১’র অধিনায়ক বলেন, আজকের এই সুন্দর আয়োজনে আমরা আপনাদের পাশে আছি। অনেক হিন্দু ধর্মাবলম্বী লোকজন এই পূজাকে কেন্দ্র করে একত্রিত হন। আমরা প্রতিবারের মতো এবারও বড় বড় পূজা মন্ডপগুলোসহ সব মন্ডপে আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা ও সাধুনাগ মহাশয় আশ্রমের সাধারন সম্পাদক তারাপদ আচার্য, র্যাব-১১ এর কালিরবাজার ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, সহকারি পুলিশ সুপার নাজমুল হাসান প্রমুখ।