নিউজস্বাধীন বাংলা : বিত্তশালীদের ক্লাব হিসেবে পরিচিত দি ইউনাইটেড এসোসিয়েশন থেকে আটকের ১৫ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন শিল্পপতি তোফাজ্জল হোসেন তাপুসহ ৭ জন। শুক্রবার (৪ অক্টোবর) বিকেশে ২শ টাকা করে জরিমানা পরিশোধ করে তারা আদালত থেকে জামিন পেয়েছেন।
এর আগে ৩ অক্টোবর দিবাগত রাত ২ টার দিকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার দি ইউনাইটেড এসোসিয়েশনের জুয়ার আড্ডায় অভিযান চালায়। এখান থেকে শিল্পপতি তোফাজল হোসেন তাপুসহ ৭ জনকে আটক করে পুলিশ।
তাপু ধর্মগঞ্জ এলাকার মৃত মজিদ কন্ট্রাক্টারের ছেলে এবং দি ইউনাইটেড এসোসিয়েশনের সভাপতি। আটক অন্যরা হলেন, ধর্মগঞ্জ মৃত এম এ কুদ্দুসের ছেলে ইকবাল হোসেন (৫৬), আবুল হোসেনের ছেলে ও যুবদল নেতা কামাল হোসেন ওরফে গলাকাটা কামাল (৪৯), আজমেরী বাগের মৃত আব্দুল হাইয়ের ছেলে শামসুজ্জামন (৪০), শহরের মার্ক টাওয়ারের মৃত আব্দুল জব্বারের ছেলে মোস্তাফিজুর রহমান (৫২), পঞ্চবটি এলাকার মৃত ওবায়দুল হক ভূইয়ার ছেলে ও আওয়ামী লীগ নেতা এবিএম শফিকুল ইসলাম ওরফে জাপানি শফি (৫০), কেরানীগঞ্জের কাজির গাঁও এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আফজাল হোসেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া উইং বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-টু সাজ্জাদ রোমন জানান, সাতজনকে আটক করা হয়েছে। তাদেরকে জুয়া আইনে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের কাছ থেকে ৩ বান্ডিল কার্ড ও ২০ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলায় দায়ের করা হয়েছে। সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে শিল্পপতি তাপুসহ ৭ জন আটকের খবরে পুরো ধর্মগঞ্জ জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছে, ওই ক্লাবটিতে প্রায় সময় শহর ও শহরের বাইরের অঞ্চলের ধনাঢ্য ব্যক্তিরা এসে জুয় খেলেন।
সূত্র জানায়, ইউনাইটেড ক্লাবটি আগে সবার জন্য হলেও এখন এটি এলিট শ্রেণিদের জন্য। সমাজের শিল্পপতি, বিত্তবানরাই এই ক্লাবে আসেন এবং শেষ রাত পর্যন্ত অনেকেই অবস্থান করেন। ক্লাবের ভেতরে ভিআইপি একটি রুম রয়েছে। সেখানে লিস্টেট লোকজনই যেতে পারে। নিজেদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্যরা সেখানে প্রবেশ করতে পারেন না। থাকে কড়া সিকিউরিটিও।
সূত্র মত, ক্লাবটির ওই ভিআইপি রুমটিতে নির্দিষ্ট লোকরাই বসেন। তবে, কি করেন সেখানে মধ্যরাত, শেষ রাত পর্যন্ত তা নিশ্চিত হতে না পারলেও তারা সেখানে জুয়ার আসর জমান, মদ পান করেন বলেই মনে করা হয়। এছাড়াও এখানে যারাই তাদের অতিথি হিসেবে আসে প্রত্যেকেই দামি দামি গাড়িতে করে আসে, প্রতিটি গাড়িতেই থাকে কালো গøাস লাগানো। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে ডিবি পুলিশ সেখানে হানা অভিযান চালিয়েছে।